বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ঘর থেকে উদ্ধার মা ও ২ সন্তানের দেহ, শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

ঘর থেকে উদ্ধার মা ও ২ সন্তানের দেহ, শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

দেহ উদ্ধার করতে পৌঁছেছে পুলিশ

নিহতের মায়ের দাবি, সাত বছর আ মেয়েকে ধুমধাম করে বিয়ে দিয়েছিলাম। বিয়ের ১ বছর পর থেকেই অত্যাচার শুরু হয়। জানতে পারি জামাইয়ের আরেক বিয়ে রয়েছে। এর পর মেয়েকে লাগাতার মারধর করত শাশুড়ি ও ননদরা।

বন্ধ ঘর থেকে উদ্ধার হল মা ও ২ শিশুসন্তানের দেহ। ঘটনা উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের ধনকৈল গ্রাম পঞ্চায়েতের উত্তর শংকরপুরের। মৃতার মায়ের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকেরাই খুন করেছে মেয়েকে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, নিহত ময়না বর্মন (২৬) এর স্বামী ভিনরাজ্যে কর্মরত। তাঁর আরও একটি বিয়ে রয়েছে। ৭ বছর আগে ময়নার সঙ্গে বিয়ে হয় তাঁর। তার পর ২ সন্তান হয়। শুক্রবার সকালে শোয়ার ঘর থেকে ময়নার ঝুলন্ত দেহ পাওয়া যায়। সঙ্গে উদ্ধার হয় ২ সন্তান মৌমিতা ( ৬) ও মিলন (৪) এর দেহ। প্রাথমিক অনুমান, ২ সন্তানকে বিষ খাইয়ে আত্মঘাতী হয়েছেন মা।

নিহতের মায়ের দাবি, সাত বছর আ মেয়েকে ধুমধাম করে বিয়ে দিয়েছিলাম। বিয়ের ১ বছর পর থেকেই অত্যাচার শুরু হয়। জানতে পারি জামাইয়ের আরেক বিয়ে রয়েছে। এর পর মেয়েকে লাগাতার মারধর করত শাশুড়ি ও ননদরা। মেরে মেয়ের মাথা ফাটিয়ে দিয়েছিল। পা ভেঙে দিয়েছিল। তার পর শালিসি বসে। সেখানে ওরা আর মারধর করবে না বলে কথা দেয়। কিন্তু আমার মনে হয় শাশুড়ি ও ননদরা মিলে আমার মেয়েকে আর ওর বাচ্চাদুটেকে মেরেছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরে বাপের বাড়ি যেতে চাইছিলেন বধূ। কিন্তু শাশুড়ি তাঁকে বাধা দেন। তা নিয়ে শাশুড়ি - বউমার বিবাদ চলছিল। তার জেরে সন্তানসহ আত্মঘাতী হয়েছেন তিনি। পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃতের শ্বশুরবাড়ির সদস্যদের জেরা করছেন তদন্তকারীরা।

বন্ধ করুন