বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Van driver died in Krishnagar: সরস্বতী পুজোর বিসর্জন ঘিরে দুই ক্লাবের ঝামেলার মধ্যে পড়ে প্রাণ গেল ভ্যান চালকের

Van driver died in Krishnagar: সরস্বতী পুজোর বিসর্জন ঘিরে দুই ক্লাবের ঝামেলার মধ্যে পড়ে প্রাণ গেল ভ্যান চালকের

মৃত্যু হল ভ্যান চালকের । (প্রতীকী ছবি)

স্থানীয় একটি পুজো কমিটি সরস্বতী প্রতিমা বিসর্জন দিতে নিয়ে যাওয়ার জন্য ভরতের ভ্যান ভাড়া করেছিল। সেই মতোই ভ্যানে করে সরস্বতী প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাচ্ছিলেন ভরত। সেই সময় অপর একটি ক্লাব সরস্বতী পুজোর বিসর্জনের শোভাযাত্রায় বাধা দেয়। তাই নিয়ে দুটি ক্লাবের সদস্যদের মধ্য প্রথমে বচসা বাঁধে।

সরস্বতী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে দুই ক্লাবের মধ্যে ঝামেলা। আর তা জেরে প্রাণ গেল এক ভ্যান চালকের। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরে। মৃত ভ্যান চালকের নাম ভরত মণ্ডল। তিনি কৃষ্ণনগর পুরসভার কোতোয়ালি থানার ৩ নম্বর ওয়ার্ডের কাঁঠালপোতা এলাকার বাসিন্দা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় একটি পুজো কমিটি সরস্বতী প্রতিমা বিসর্জন দিতে নিয়ে যাওয়ার জন্য ভরতের ভ্যান ভাড়া করেছিল। সেইমতোই ভ্যানে করে সরস্বতী প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাচ্ছিলেন ভরত। সেই সময় অপর একটি ক্লাব সরস্বতী পুজোর বিসর্জনের শোভাযাত্রায় বাধা দেয়। তাই নিয়ে দুটি ক্লাবের সদস্যদের মধ্য প্রথমে বচসা বাঁধে। পরে তাদের বচসা গড়ায় হাতাহাতিতে। তখন পুজো কমিটির এক সদস্য বাঁশ দিয়ে ভরতের মাথায় আঘাত করে। এর জেরে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন ভরত। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে। পরে কলকাতার এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ২৪ ঘণ্টা পর তাঁর মৃত্যু হয়।

ভরতের এই মৃত্যুর ঘটনায় শোকে পাথর পরিবারের সদস্যরা। সংসারের একমাত্র উপার্জনকারী ব্যক্তির মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন তাঁরা। এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন ভরতের স্ত্রী। তিনি বলেন, ‘আমার স্বামী বায়না পেয়ে প্রতিমা বিসর্জন দিতে নিয়ে যাচ্ছিল। ও কী এমন অপরাধ করেছিল যে ওকে মেরে ফেলা হল। আমি চাইছি দোষীদের শাস্তি দেওয়া হোক।’ একই সঙ্গে এই ঘটনায় প্রশাসনের গাফিলতির অভিযোগ উঠেছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন