কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার জেরে কমপক্ষে ২২টি ট্রেনের রুট পরিবর্তন করা হল। যে তালিকায় হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেসের মতো একাধিক ট্রেন আছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে জানানো হয়েছে যে রাঙাপানিতে দুর্ঘটনা হওয়ায় নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি, বাগডোগরা, আলুয়াবাড়ি হয়ে ওই ট্রেনগুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ রাঙাপানির পরিবর্তে ট্রেনগুলিকে ঘুরপথে নিয়ে আসা হবে বলে উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে জানানো হয়েছে।
কোন কোন ট্রেনের যাত্রাপথ বা রুট পরিবর্তন করা হয়েছে?
১) ১২৩৪৬ গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস: ইতিমধ্যে গুয়াহাটি থেকে ছেড়ে দিয়েছে। সেটির যাত্রাপথ পরিবর্তন করা হচ্ছে।
২) ২২৩০২ নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস (১৭ জুন)।
৩) ১৫৯৬২ ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস (১৭ জুন)।
৪) ১৩১৪৮ বামনহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস (১৭ জুন)।
৫) ১৯৬০২ নিউ জলপাইগুড়ি-উদয়পুর সিটি সাপ্তাহিক এক্সপ্রেস (১৭ জুন)।
৬) ২০৫০৩ ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস (১৬ জুন)।
৭) ১২৪২৩ ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস (১৬ জুন)।
৮) ০১৬৬৬ আগরতলা-রানি কমলাপতি স্পেশাল ট্রেন (১৬ জুন)।
৯) ১২৩৭৭ শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস (১৬ জুন)।
১০) ০৬১০৫ নাগেরকোয়েল জংশন-ডিব্রুগড় স্পেশাল (১৪ জুন)।
১১) ১২৪২৪ নয়াদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস (১৬ জুন)।
১২) ২০৫০৬ নয়াদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস (১৬ জুন)।
১৩) ২২৩০১ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস (১৭ জুন)।
১৪) ১২৫০৫ কামাখ্যা-আনন্দ বিহার নর্থ-ইস্ট এক্সপ্রেস (১৭ জুন)।
১৫) ১২৫১০ গুয়াহাটি-বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস (১৭ জুন)।
১৬) ১৫৬২০ কামাখ্যা-গয়া এক্সপ্রেস (১৭ জুন)।
১৭) ১৫৬৩৬ গুয়াহাটি-ওখা এক্সপ্রেস (১৭ জুন)।
১৮) ১৫৯৩০ নিউ তিনসুকিয়া-তাববারাম এক্সপ্রেস (১৭ জুন)।
১৯) ২২৫০৪ ডিব্রুগড়-কন্যাকুমারী বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস (১৭ জুন)।
২০) ১৩১৪২ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা তিস্ত তোর্সা এক্সপ্রেস (১৭ জুন)।
২১) ১২৩৪৪ হলদিবাড়ি-শিয়ালদা দার্জিলিং মেল (১৭ জুন)।
২২) ১৫৬৫৮ কামাখ্যা-দিল্লি ব্রহ্মপুত্র মেল (১৭ জুন)।
কোনও ট্রেন বাতিল করা হয়েছে?
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে বা পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে যে আপাতত কোনও ট্রেন বাতিল করা হয়নি। শুধুমাত্র কয়েকটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার মুখে পড়েছে, সেটার অক্ষত অংশ নিয়ে বেলা ১২ টা ৪০ মিনিটে রাঙাপানি থেকে রওনা দিয়েছে ইঞ্জিন।
রেলওয়ে বোর্ডের সিইও জয়া বর্মা জানিয়েছেন যে উদ্ধারকাজ শেষ হয়ে গিয়েছে। এখন লাইন সংস্কারের কাজ চলছে। তবে কখন থেকে পরিষেবা স্বাভাবিক হবে, সে বিষয়ে রেলের তরফে কিছু জানানো হয়নি। সেইসঙ্গে তিনি জানিয়েছেন যে দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। যদিও আধিকারিকদের উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে যে ১৫ জনের মৃত্যু হয়েছে।