মঙ্গলবার নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় ৩ নাবালককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে রেলের প্রকাশ করা ড্যাসক্যাম ফুটেজের ভিত্তিতে তাদের গ্রেফতার করেছে কিশানগঞ্জ জেলা পুলিশ। এদিনই তাদের জুভেনাইল আদালতে পেশ করা হয়। তবে তাতেও এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিবাদ থামার নাম নেই।
বুধবার সকালে ভিডিয়ো ফুটেজ প্রকাশ করে রেল জানায়, মঙ্গলবার NJPমুখি বন্দে ভারত এক্সপ্রেসে ইঁট মারা হয়েছে বিহারের ধূলাবাড়ি ও মাঙ্গুরজান স্টেশনের মাঝে। ফুটেজে রেল লাইনের ঠিক পাশে তিন থেকে চারজন যুবক ও কিশোরকে দেখা যায়। ট্রেন তাদের অতিক্রম করার পরেই শোনা যায় পাথর পড়ার আওয়াজ।
সেই ফুটেজকে হাতিয়ার করে তদন্তে নামে কিশানগঞ্জ পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে যান জেলা পুলিশের আধিকারিকরা। কিন্তু ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। এর পর স্থানীয়দের জেরা করে ৩ নাবালককে গ্রেফতার করে স্থানীয় থানার পুলিশ। ধৃতদের বয়স ১৩ – ১৭-র মধ্যে বলে জানা গিয়েছে।
ধৃতদের বৃহস্পতিবার কিশানগঞ্জ জেলা আদালতে পেশ করা হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন, রেল লাইনের পাশে ট্রেন দেখার জন্য দাঁড়িয়ে ছিল কয়েকজন কিশোর। কিছু না বুঝেই ট্রেনে ইট ছুড়েছে তারা। তবে তাদের যুক্তি মানতে নারাজ রেল ও পুলিশ।
বন্দে ভারত এক্সপ্রেসে পর পর ২ দিন পাথর ছোড়ার ঘটনার পর রেলের তরফে মালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত লাইনের দুপাশে নিরাপত্তা বাড়ানোর প্রস্তুতি চলছে। এছাড়া স্টেশনে স্টেশনে সচেতনতা প্রচার চালানো শুরু করেছে রেল। তবে চোরা ধর্মের বাণী শুনবে কি না সেটা পৃথক বিতর্ক।