বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Veterinary doctors: MBBS, BDS-দের সমতুল্য স্টাইপেন্ডের দাবিতে আন্দোলন পশু চিকিৎসকদের

Veterinary doctors: MBBS, BDS-দের সমতুল্য স্টাইপেন্ডের দাবিতে আন্দোলন পশু চিকিৎসকদের

পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়।

তাদের চার বছরের পাঠক্রম সম্পন্ন করতে হয় যা এমবিবিএসদের মতোই। এরপর এক বছর অ্যাকাডেমিক স্টাডি সম্পূর্ণ করতে হয়। আর তারপর এক বছর ইন্টার্নশিপ করতে হয়। ইন্টার্নশিপে থাকার সময় তাদের বিভিন্ন জায়গায় ডিউটি করতে হয়। 

এমবিবিএস, বিডিএস, বিএইচএমএস-দের সমতুল্য স্টাইপেন্ডের দাবি জানালেন পশু চিকিৎসার পড়ুয়ারা। এই দাবিতে তারা গতকাল পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। দাবি মানা না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

পড়ুয়াদের দাবি, তাদের চার বছরের পাঠক্রম সম্পন্ন করতে হয় যা এমবিবিএসদের মতোই। এরপর এক বছর অ্যাকাডেমিক স্টাডি সম্পূর্ণ করতে হয়। আর তারপর এক বছর ইন্টার্নশিপ করতে হয়। ইন্টার্নশিপে থাকার সময় তাদের বিভিন্ন জায়গায় ডিউটি করতে হয়। যেমন ভেটেনারি হেলথ সেন্টার, পলিক্লিনিক চিড়িয়াখানা, ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরি প্রভৃতি জায়গায়। কিন্তু, এর জন্য তাদের যে মাসিক ভাতা দেওয়া হয় তা পর্যাপ্ত নয়।

পড়ুয়াদের বক্তব্য, তাদের এর জন্য প্রতি মাসে ৯ হাজার টাকা করে ভাতা দেওয়া হয়। অথচ সেখানে হোমিওপ্যাথি, অ্যা, ডেন্টাল বিভাগের জুনিয়র ডাক্তাররা মাসে ২৮ থেকে ৫০ হাজার টাকা করে ভাতা পান। ফলে এক্ষেত্রে তাদের যে ভাতা দেওয়া হচ্ছে তা অর্ধেকেরও কম। তাই সমান স্টাইপেন্ডের দাবি জানিয়েছেন পশু চিকিৎসার পড়ুয়ারা। উল্লেখ, বর্তমানে রাজ্যজুড়ে মোট ৭৭ জন পশু চিকিৎসক ইন্টার্নশিপ করছেন। ফলে তাদের উপর যে কতটা চাপ তা সহজেই অনুমান করা যায়

বন্ধ করুন