বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > রবিবার ৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু,কোন কোন রাস্তা দিয়ে গাড়ি ঘোরানো হবে?
আগামী রবিবার (১৩ ফেব্রুয়ারি) ছ'ঘণ্টা বিদ্যাসাগর সেতুতে বন্ধ থাকবে যান চলাচল। বুধবার কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্য সকাল ৮ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত সেই বিধিনিষেধ কার্যকর থাকবে। সেইসময় গাড়িগুলি বিভিন্ন দিক থেকে ঘুরিয়ে দেওয়া হবে।
কোন গাড়ি কোথা থেকে ঘুরিয়ে দেওয়া হবে, তা দেখে নিন একনজরে -
- বিদ্যাসাগর সেতুর র্যাম্প, খিদিরপুর রোড, জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড, স্ট্র্যান্ড রোড বরাবর পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে।
- বিদ্যাসাগর সেতুর দিকে যাওয়ার জন্য: জিরাট আইল্যান্ডের দিকে থেকে এজেসি বোস রোড ধরে আগত পশ্চিমমুখী গাড়িগুলিকে টার্ফ ভিউ থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। যাতে গাড়িগুলি সেন্ট জর্জস গেট রোড, স্ট্র্যান্ড রোড, হাওড়া ব্রিজ ধরে বেরিয়ে যাবে। অথবা হেস্টিংস ক্রসিং থেকে ডানদিকে বেঁকে কে পি রোডের দিকে চলে যাবে।
- বিদ্যাসাগর সেতুর দিকে যাওয়ার জন্য: কে পি রোড ধরে ময়দান থানার জওহরলাল নেহরু আইল্যান্ডের দিক থেকে আগত পশ্চিমমুখী সমস্ত গাড়িকে ১১ ফারলং গেট থেকে হেস্টিং ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। যাতে সেন্ট জর্জস গেট রোড, স্ট্র্যান্ড রোড, হাওড়া ব্রিজ ধরে বেরিয়ে যেতে পারে।
- বিদ্যাসাগর সেতুর দিকে যাওয়ার জন্য: সার্কুলার গার্ডেনরিচ রোড ধরে খিদিরপুর থেকে যে গাড়িগুলি আসবে, সেই পূর্বমুখী গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে। বাঁ-দিকে ঘুরে সেন্ট জর্জস গেট রোড, স্ট্র্যান্ড রোড দিয়ে হাওড়া ব্রিজ ধরে বেরিয়ে যাবে।
- ওয়াই পয়েন্টের র্যাম্প ধরে কেপি রোডের যে গাড়গুলি বিদ্যাসাগর সেতুতে ওঠে, সেগুলিও ঘুরিয়ে দেওয়া হবে। ওয়াই পয়েন্ট থেকে ১১ ফারলং গেটের দিকে ঘুরিয়ে দেবে পুলিশ। তারপর কেপি রোড, রেড রোড ধরে হাওড়া ব্রিজের দিকে চলে যাবে।
- প্রয়োজন হলে বাইপাস দিয়েও গাড়ি ঘুরিয়ে দেওয়া হতে পারে।
- আরও কিছু সাধারণ বিধিনিষেধ-সহ সেই বিধিনিষেধ কার্যকর থাকবে।