বাংলাদেশি সীমান্তরক্ষীদের হুমকি উপেক্ষা করে বিএসএফের পাহারায় কোচবিহার সীমান্তে নিজেদের জমিতে কাঁটাতারের বেড়া দিলেন গ্রামবাসীরা। শুক্রবার কোচবিহারের মেখলিগঞ্জের কুচলিবাড়িতে নিজেদের উদ্যোগেই ভারত বাংলাদেশ সীমান্তে নিজেদের জমিতে বেড়া দেন গ্রামবাসীরা। শূন্য লাইনের কাছে প্রায় দেড় কিলোমিটার জমি কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরেন তাঁরা। গ্রামবাসীদের দাবি, অরক্ষিত ওই সীমান্ত দিয়ে অবাধে চলে অনুপ্রবেশ ও গরুপাচার। এমনকী ভারতীয় কৃষকদের জমির ফসল কেটে নিয়ে যায় বাংলাদেশি দস্যুরা।
কোচবিহারে ভারত - বাংলাদেশ সীমান্তের বিস্তীর্ণ এলাকা এখনও অরক্ষিত। ছিটমহল বিনিময়ের পরেও সেখানে সীমান্ত এখনও অনেক জায়গায় অরক্ষিত। মেখলিগঞ্জের কুচলিবাড়িতে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়েও চলে পাচার ও অনুপ্রবেশ। এমনকী সেখান থেকে বাংলাদেশি দস্যুরা ভারতে ঢুকে লুঠপাট চালায় বলে অভিযোগ। সমস্যার সমাধানে শনিবার নিজেরাই কাঁটাতার কিনে জিরো লাইনের কাছে নিজেদের জমি ঘিরতে যান কৃষকরা। অভিযোগ, তখন জমি ঘিরতে বাধা দেয় বিজিবি। ভারতীয় কৃষকদের সঙ্গে পাহারায় ছিলেন বিএসএফ জওয়ানরা। যৌথ প্রতিরোধের মুখে পিছু হঠে বাংলাদেশি বাহিনী। এর পর দেড় কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে নিজেরাই শ্রমদান করেন কৃষকরা।
স্থানীয় গ্রামবাসীরা জানাচ্ছেন, বাংলাদেশি দস্যুদের উপদ্রবে এলাকায় থাকা মুশকিল হয়ে গিয়েছে। যখন তখন অনুপ্রবেশ করে ভারতে নানা অপরাধে যুক্ত হয় তারা। এছাড়া চোরাচালান ও অনুপ্রবেশ তো লেগেই রয়েছে। এমনকী ফসল কেটে নিয়ে যায় বাংলাদেশিরা। এই সমস্যার সমাধান করতে বিএসএফ অনেকদিন ধরে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু বিজিবির বাধায় সেটা সম্ভব হয়নি। তাই আজ আমরা নিজেদের জমি নিজেরাই কাঁটাতার দিয়ে ঘিরেছি।