বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > স্কুলে সরস্বতী পুজো হয়নি, বিক্ষোভের মুখে প্রধান শিক্ষক

স্কুলে সরস্বতী পুজো করেননি। সেই কারণে বিক্ষোভের মুখে পড়তে হল স্কুলের প্রধান শিক্ষককে। শিক্ষককে ঘরবন্দি করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বিক্ষোভের মুখে প্রধান শিক্ষক জানিয়ে দিলেন, ইচ্ছে হয়নি। তাই তিনি পুজো করেননি।

ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে কালীতলা বিভূতিভূষণ প্রাথমিক বিদ্যালয়ে। জানা যায়, এই বছর ওই বিদ্যালয়ে কোনও সরস্বতী পুজো হয়নি। এদিন স্কুল খোলার পর গ্রামবাসীরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লব বর্মনকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এমনকি প্রধান শিক্ষকের ঘরে ঢুকেও বিক্ষোভ দেখানো হয়। এই স্কুলেরই এক প্রাক্তন ছাত্র সময় বিশ্বাসের অভিযোগ, আগে এই স্কুলে সরস্বতী পুজো হত। পুজোর দিন স্কুলে লুচি খাওয়ানো হত। কিন্তু এই বছর পুজো হল না। পুজো যে হবে না, সেবিষয়ে কিছু জানানোও হয়নি। একইসঙ্গে তাঁর অভিযোগ, এই প্রধান শিক্ষককে ঠিকমতো স্কুলে পাওয়া যায় না। একটা সার্টিফিকেট সই করাতে হলে হন্যে হয়ে ঘুরতে হয়। স্কুলটাকে লাটে তোলার চেষ্টা করছেন।

এই প্রসঙ্গে স্কুলেরই এক শিক্ষিকা জানান, অভিযোগটা অমূলক নয়। আমরা প্রধান শিক্ষককে বলেছিলাম। কিন্তু তিনি জানিয়েছেন, এটা সার্কুলারের মধ্যে পড়ছে না। এই প্রসঙ্গে প্রধান শিক্ষক লব বর্মণ জানান, আশেপাশের স্কুলে যে পুজো হয়েছে, সেকথা মানছি। পুজো করারও কোনও সার্কুলার ছিল না। আবার পুজো না করারও কোনও সার্কুলার ছিল না। তবে তাঁর ইচ্ছে মতোই যে পুজোটা হয়নি, সেকথা বুঝিয়ে দিলেন প্রধান শিক্ষক। তবে তাঁর মতে, প্রাথমিক স্কুল খোলার তো কোনও সার্কুলার ছিল না। আজ থেকে পাড়ায় শিক্ষালয় হওয়ার কথা, অর্থাৎ স্কুলের বাইরে ফাঁকা কোনও জায়গায় পড়ানোর কথা। স্কুলের ভিতরে তো কিছু করার কথা বলা হয়নি।

বন্ধ করুন