পর্যটকদের জন্য উত্তরবঙ্গ সফর এবার থেকে বেশ আরামদায়ক হতে চলেছে। আজ, সোমবার পূর্ব রেলের পক্ষ থেকে হাওড়া–এনজেপি শতাব্দী এক্সপ্রেসে জুড়ে দেওয়া হল ভিস্তাডোম কোচ। এই কোচে একাধিক সুবিধা থাকায় ট্রেন যাত্রা আগের চেয়ে বেশ আরামদায়ক এবং আকর্ষণীয় হবে বলে মনে করছে রেল। উত্তরবঙ্গগামী এই ট্রেনে অভিনব কোচটি যোগ হয়েছে। এই কোচগুলির ছাদ স্বচ্ছ কাচ দিয়ে মোড়া। আর আকারে বড় কাচের জানলাও রয়েছে। যাত্রীরা ট্রেন সফরের সময় এবার বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন। সুতরাং আকর্ষণীয় হচ্ছে যাত্রাপথ।
এদিকে এই ট্রেনের যাত্রীরা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের অপরূপ প্রাকৃতিক দৃশ্য বসে উপভোগ করে যাতায়াত করতে পারবেন। আবার এখানে বসবার আসনগুলিতে আছে পুশব্যাক চেয়ারের ব্যবস্থা। যা অত্যন্ত আরামদায়ক। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার জানান, যে রুটে প্রাকৃতিক সৌন্দর্য বেশি সেই রুটের ট্রেনে ভিস্টাডোম কোচ লাগানো হয়েছে। এতে বসার আসন সামনে পিছনে করার পাশাপাশি ৩৬০ ডিগ্রি ঘোরানো যাবে। ট্রেনের জানালার শাটার তুললে ঝকঝকে বড় কাঁচ। ফলে সহজেই বাইরের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন পর্যটকরা।
আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার ১২ হাজার খাতায় যোগে ভুল, শিক্ষকদের কি শাস্তি দেবে মধ্যশিক্ষা পর্ষদ?
অন্যদিকে কোচের ছাদেও লাগানো হয়েছে কাঁচ। যাতে বাইরের আলো সহজে ঢুকতে পারে। প্রত্যেকটা কোচে থাকছে ওয়াইফাই এবং জিপিএস সিস্টেম ব্যবস্থা। এমনকী অন্ধ ব্যক্তিদের জন্য ব্রেইল মাধ্যমে আসন সংখ্যা দেওয়া আছে। পরীক্ষামূলকভাবে আজ থেকে ভিস্তাডোম কোচ যুক্ত করা হচ্ছে শতাব্দী এক্সপ্রেসে। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত নির্দিষ্ট দিনগুলিতে যাত্রীরা এই বাড়তি আরামদায়ক কোচে যাত্রা করতে পারবেন। ভিস্তাডোম যাত্রীদের মধ্যে জনপ্রিয় হলে এবং চাহিদা বাড়লে বিষয়টি নিয়মিত শতাব্দীর সঙ্গে যোগ করা থাকবে। তখন এই পরিষেবা নিয়মিত পাবেন সকলেই।
এছাড়া এখানে রয়েছে উন্নতমানের শৌচালয়। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘এই কোচের ভাড়া একটু বেশি। যেখানে এই ট্রেনের চেয়ার কার আসনের ভাড়া ১৪০০ টাকা, সেখানে ভিস্তাডোম কোচের আসন ভাড়া ২৪৩০ টাকা। এই কোচের যাত্রীদের জন্য খাওয়াদাওয়ার ব্যবস্থা অন্য কোচের যাত্রীদের থেকেও ভাল। আশা করা হচ্ছে খুব দ্রুত এই কোচের যাত্রী সংখ্যা বাড়বে।’ সুতরাং উত্তরবঙ্গের ডুয়ার্স, দার্জিলিং–সহ একাধিক পর্যটনকেন্দ্রে যাতায়াতের পথে যাত্রীদের বাড়তি সুবিধা যুক্ত করার লক্ষ্যে রেলের এমন পদক্ষেপ। এতদিন শতাব্দী ১৪ কোচের ট্রেন ছিল। ভিস্তাডোম কামরা যুক্ত হওয়ায় আজ থেকে তা ১৫ কোচের ট্রেনে পরিণত হল।