বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > আপনাকে কেন উচ্ছেদ করা হবে না? নোবেলজয়ী অমর্ত্যকে চিঠি পাঠাল বিশ্বভারতী

আপনাকে কেন উচ্ছেদ করা হবে না? নোবেলজয়ী অমর্ত্যকে চিঠি পাঠাল বিশ্বভারতী

নোবেল প্রাপক অমর্ত্য সেন (PTI Photo) (PTI)

বিশ্বভারতীর সাফ কথা অতিরিক্ত জমি দখল করে রেখেছেন অমর্ত্য সেন। এদিকে আগেও এনিয়ে চিঠি পাঠিয়েছিল বিশ্বভারতী। ১৩ ডেসিমেল জমি ফেরৎ দেওয়ার কথা বলা হয়েছিল। এনিয়ে চাপানউতোর ক্রমেই চলতে থাকে। এরপর মুখ্যমন্ত্রী একেবারে প্রশাসন, ভূমি দফতরের আধিকারিকদের নিয়ে হাজির হয়েছিলেন অমর্ত্য সেনের বাড়িতে।

নোবেল প্রাপক অমর্ত্য সেন। তাঁর জমিকে ঘিরে কিছুদিন ধরেই বিশ্বভারতীর সঙ্গে টানাপোড়েন চলছে। সম্প্রতি খোদ মুখ্যমন্ত্রী তাঁর বাড়িতে গিয়ে জমির কাগজ তুলে দিয়েছিলেন। তবে তারপরেও তোপ দেগেছিল বিশ্বভারতী। এবার একেবারে উচ্ছেদ কেন করা হবে না সেই সংক্রান্ত চিঠি পাঠাল বিশ্বভারতী কর্তৃপক্ষ। প্রতীচীর ঠিকানায় এই চিঠি পাঠানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, আগামী ২৯ মার্চ অমর্ত্য সেন বা তাঁর কোনও প্রতিনিধি যেন বিশ্বভারতীর সেন্ট্রাল অ্য়াডমিশন বিল্ডিংয়ের কনফারেন্স রুমে উপস্থিত থাকেন। সেখানেই জমি সংক্রান্ত শুনানির কথা রয়েছে। 

এমনকী আইন মেনে কেন  ওই জমি থেকে তাঁকে উচ্ছেদ করা হবে না তা নিয়েও চিঠিতে প্রশ্ন রাখা হয়েছে। আর এই চিঠিকে ঘিরে এবার একেবারে হইচই পড়ে গিয়েছে। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে ১৩ ডেসিমেল জমি আপনি দখল করে রেখেছেন। কার্যত আগের দাবি থেকে একচুলও সরেনি বিশ্বভারতী। এর আগেই তিনি জানিয়েছিলেন নথির বাইরেও কিছুটা জমি দখল করে রেখেছেন অমর্ত্য সেন। এরপর খোদ মুখ্যমন্ত্রী গিয়ে তাঁকে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তাতেও কাজের কাজ কিছু হল না। উলটে গোটা পরিস্থিতি আরও বিগড়ে গিয়েছে বলেই মনে করছেন অনেকেই। 

বিশ্বভারতীর সাফ কথা অতিরিক্ত জমি দখল করে রেখেছেন অমর্ত্য সেন। এদিকে আগেও এনিয়ে চিঠি পাঠিয়েছিল বিশ্বভারতী। ১৩ ডেসিমেল জমি ফেরৎ দেওয়ার কথা বলা হয়েছিল। এনিয়ে চাপানউতোর ক্রমেই চলতে থাকে। এরপর মুখ্যমন্ত্রী একেবারে প্রশাসন, ভূমি দফতরের আধিকারিকদের নিয়ে হাজির হয়েছিলেন অমর্ত্য সেনের বাড়িতে। তাঁকে নানাভাবে আশ্বস্ত করেছিলেন। এমনকী নোবেলজয়ীর জন্য বিশেষ নিরাপত্তারও ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু বিশ্বভারতী অবশ্য এখনও তার অবস্থান থেকে সরছে না। 

এবার একেবারে চিঠি পাঠিয়ে প্রশ্ন তুলছেন, কেন আপনাকে উচ্ছেদ করা হবে না? এবার দেখার এনিয়ে ঠিক কী জবাব দেন অমর্ত্য সেন। বা তিনি আদৌ এনিয়ে জবাব দেবেন কি না সেই প্রশ্নও উঠছে। 

তবে এই জমি বিতর্ককে কেন্দ্র করে কার্যত দ্বিধাবিভক্ত গোটা বাংলা। অনেকের মতে, অমর্ত্য সেন গোটা দেশের গর্ব। তাঁর জমি নিয়ে এভাবে বিতর্ককে উসকে দেওয়া ঠিক হচছে না। তবে অনেকে আবার বলছেন, আইন সকলের জন্য সমান হওয়া দরকার। বাস্তবিকই যদি অতিরিক্ত জমি তিনি নিয়ে থাকেন তবে সেটা ফেরৎ দিয়ে দেওয়াটাই ভালো। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

ধোনি-পন্তদেরও নেই এই নজির, ৪০ বলের বিধ্বংসী T20I শতরানে ইতিহাস গড়লেন স্যামসন আম্বানিকে টপকে ধনীদের তালিকায় শীর্ষে আদানি, তিন নম্বরে উঠে এলেন সাবিত্রী দুর্গাপুজোর কার্নিভালের দিনই ‘দ্রোহের কার্নিভাল’, ডাক জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর্স শ্যুটিংয়ের পাশাপাশি মডেলিংয়েও তুখোড় মনু! প্রমাণ দিলেন ল্যাকমে ফ্যাশন উইকে মিষ্টিমুখ থেকে কোলাকুলি- 'সারেগামাপা'-র দশমীর বিশেষ পর্বে কী কী চমক? 'পুরুষদের ঘেন্না করি' বলা মধুমিতার চোখ সরছে না নতুন প্রেমিকের থেকে! ‘সিংঘম এগেইন’ ও ‘ভুল ভুলাইয়া ৩’-এর ডিস্ট্রিবিউটরদের চাপে নাকাল হল মালিকরা! ২৯৭ রান তুলে T20I-তে ইতিহাস ভারতের, অক্ষত নেপালের রেকর্ড! গড়ল একের পর এক নজির রানাঘাটে বন্ধ হয়েছে ১১২ ফুটের দুর্গা, প্রায়শ্চিত্ত করতে ৮–৮০ সকলে মস্তক মুণ্ডন পর্দায় রাম রাবণ দুই বেশেই ধরা দিয়েছেন, বাস্তবেও তাঁর মন্দির আছে!কে সেই অভিনেতা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.