প্রকাশ্য দিবালোকে নাবালিকাকে প্রেমিকাকে কুপিয়ে গলার নলি কেটে খুন করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। শনিবার দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানা এলাকায়। অভিযুক্ত মিঠু শেখকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত সাবিনা খাতুনের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বাংলায় ক্লিন সুইপ 'দেখছেন' মোদী, শাহের গলায় আবার 'নির্দিষ্ট আসন সংখ্যা'
পড়তে থাকুন: 'ভারতে সংখ্যালঘুরা বিপন্ন…',মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির ডেটা তুলে ধরে আবেদন মোদীর
স্থানীয়রা জানিয়েছেন, মিঠু শেখের সঙ্গে বেশ কয়েক বছর ধরে প্রণয়ের সম্পর্ক ছিল সাবিনার। সম্প্রতি তাদের সম্পর্কের অবনতি হয়। মিঠুর সন্দেহ ছিল সাবিনা অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। শনিবার দুপুরে তাঁকে স্থানীয় একটি স্কুলের মাঠে ডেকে আসে মিঠু। সেখানে দু’জনের মধ্যে বিতণ্ডা শুরু হয়। এরই মধ্যে পকেট থেকে ধারাল ছুরি বার করে সাবিনাকে কোপাতে শুরু করে মিঠু। বেশ কয়েকবার তাকে আঘাত করার পর এলাকা ছেড়ে পালায় সে। রক্তে ভেসে যায় চার পাশ। স্থানীয়রা সাবিনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
সাবিনাকে কুপিয়ে এলাকা ছাড়লেও পরে হাজারিপাড়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের পরিবারের তরফে জানানো হয়েছে। মিঠুর সঙ্গে সাবিনা বেশ কয়েক বছর ধরে সম্পর্ক ছিল। সম্প্রতি সম্পর্ক শেষ করতে চাইছিলেন সাবিনা। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে মিঠু। তবে সে যে সাবিনাকে খুন করে ফেলতে পারে তা বুঝতে পারেননি কেউই।
আরও পড়ুন: 'যত সময় যাবে, তত বিকৃত হতে পারে প্রমাণ', রামনবমী হিংসা নিয়ে পর্যবেক্ষণ হাই কোর্টের
স্থানীয়রা জানিয়েছেন, সাবিনার গলার নলি কেটে দেয় মিঠু। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। নাবালিকার মৃত্যুতে ভেঙে পড়েছে তার পরিবার। অভিযুক্তকে জেরা করে খুনের প্রকৃত কারণ জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
বলে রাখি, ২০২২ সালের ২ মে বহরমপুরে ভর সন্ধ্যায় সুতপা চৌধুরী নামে এক কলেজছাত্রীকে কুপিয়ে খুন করে তাঁর প্রাক্তন প্রেমিক সুশান্ত। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এলে শিউরে ওঠে রাজ্যবাসী। পরদিন ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে পালানোর সময় সুশান্তকে গ্রেফতার করে পুলিশ। তাকে ফাঁসির সাজা শুনিয়েছে আদালত।