বৃহস্পতিবার সাতসকালে হাওড়ায় বড়সড় সমস্যা। আচমকা পাইপ লাইন ফেটে জল বের হতে শুরু করল। তার ফলে একাধিক ওয়ার্ডে জল সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। হাওড়ার বেলগাছিয়ার হরিশ কলোনিতে বৃহস্পতিবার সকালে জলের পাইপ লাইন ফেটে গিয়ে এই বিপত্তি বলে জানা যাচ্ছে। খবর পেয়ে সেখানে পৌঁছান, হাওড়া পুরসভার আধিকারিকরা। পাইপ লাইন মেরামতের কাজ শুরু করে দেন ইঞ্জিনিয়াররা।
আরও পড়ুন: বন্ধ টালা, পলতার জল, কবে স্বাভাবিক হবে পরিষেবা?
পুরসভা সূত্রে জানা গিয়েছে, আট নম্বর ওয়ার্ডের এই এলাকায় একটি ডাম্পিং গ্রাউন্ড রয়েছে। তার পাশ দিয়েই চলে গিয়েছে পাইপ লাইনটি। ডাম্পিং গ্রাউন্ডে প্রচুর পরিমাণে আবর্জনা মজুত থাকায় তার নিচে মিথেন গ্যাস তৈরি হয়। কোনওভাবে তাতে বিস্ফোরণ ঘটে। তার জেরে পাইপ লাইনটি ফেটে যায় বলে প্রাথমিক অনুমান পুরসভার। পাইপ লাইনটি ফেটে তার ভিতরে প্রচুর পরিমাণে নোংরা এবং আবর্জনা ঢুকে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল ৬ টার দিকে পানীয় জল সরবরাহ করা হয়েছিল। সেই সময় এই পাইপলাইন ফেটে গিয়ে বিপত্তি দেখা দেয়।
স্থানীয়দের অভিযোগ, ফেটে যাওয়া পাইপ লাইনে নোংরা বর্জ্য ঢুকে যাওয়ার পড়েও জল সরবরাহ অব্যাহত রাখে পুরসভা। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। পরে খবর পেয়ে সেখানে পৌঁছন পুরসভার আধিকারিকরা। স্থানীয়দের দাবি, পাইপ লাইনটি বহু পুরনো। ফলে পাইপলাইনটি পরিবর্তন করা দরকার ছিল। কিন্তু, সেটা করা হয়নি। যার ফলে বিপত্তি ঘটেছে। একই সঙ্গে ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনার স্তূপ নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের বক্তব্য, এই আবর্জনা পরিষ্কার করার জন্য হাওড়া পুরসভার তরফে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছিল। কিন্তু, তা কার্যকর হয়নি।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, ঘটনার জেরে ৮ নম্বর ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ রাখা হয়। এছাড়া, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডেও এর প্রভাব পড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে দাবি করা হয়েছে।