বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > দিনদুয়েকের টানা বৃষ্টিতে জলমগ্ন মালদা , ফুঁসছে নদী, একাধিক বাঁধে ফাটল

দিনদুয়েকের টানা বৃষ্টিতে জলমগ্ন মালদা , ফুঁসছে নদী, একাধিক বাঁধে ফাটল

জল বেড়েছে মালদার একাধিক নদীতে (ফাইল ছবি)

তবে শনিবার সেভাবে বৃষ্টি না হলেও মালদার কিছু ওয়ার্ডে জল জমে রয়েছে। মালদার চাঁচলে দুর্যোগের রাতে ধানের বস্তা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।

ইয়াস চলে যেতেই বৃহস্পতিবার থেকে মালদায় শুরু হয়েছিল টানা বৃষ্টি।বৃহস্পতিবার মালদায় প্রায় রেকর্ড ৩০৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে । এরপর থেকে কখনও বিক্ষিপ্তভাবে, কখনও আবার টানা বৃষ্টি হয়েছে মালদায়। তবে শনিবার নতুন করে সেভাবে বৃষ্টি না হওয়ায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে বাসিন্দাদের মধ্যে। তবে দিনদুয়েকের টানা বৃষ্টির জেরে মালদা শহরের বিভিন্ন এলাকা এখনও জলমগ্ন রয়েছে। জল ঢোকে নেতাজি মার্কেটেও। মালদা মেডিকেল কলেজ চত্বরেও জল জমে গিয়েছিল। তবে হাসপাতাল সূত্রে খবর সেই জল বের করা সম্ভব হয়েছে। অন্যদিকে চাঁচলে লোলিয়াবাড়ি গ্রামে বৃহস্পতিবার দুর্যোগের রাতেই ধানের বস্তা চাপা পড়ে দিদিমা ও দুই নাতির মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে প্রচন্ড বৃষ্টির মধ্যে দিদিমার কাছেই আশ্রয় নিয়েছিল দুই নাতি। সেই সময় ঘরের মধ্যে মাচাতে রাখা ধানের বস্তা তাদের উপর পড়ে যায়। মর্মান্তিক মৃত্যু হয় তাদের।  

স্থানীয় সূত্রে খবর, ভারী বৃষ্টিতে মহানন্দা ও ফুলহারের নদী বাঁধের কয়েকটি জায়গায় ফাটল দেখা দিয়েছে। পুরাতন মালদার সাহাপুরে মহানন্দা নদীতে ধস নেমেছে। চাঁচলেও প্রবল বৃষ্টি। শুক্রবার সকালে এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মালতীপুরের বিধায়ক। একাধিক রাস্তা ও বাড়ির একাংশ জলের তলায় চলে গিয়েছে। মরা মহানন্দার জল রাস্তার উপর দিয়ে বইতে শুরু করে। এদিকে মালদা শহরের বিভিন্ন নীচু জায়গায় জল ঢুকে য়ায়। কিছু জায়গায় পাম্প বসিয়ে জল বের করার চেষ্টা করা হয়। এদিকে জেলার বিভিন্ন এলাকায় চাষের জমিতে জলের তলায় চলে গিয়েছে। এর জেরে ফসলেরও ক্ষতির আশঙ্কা রয়েছে। দক্ষিণ দিনাজপুরেও গত কয়েকদিন ধরেই বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে।

আয়াস চলে যাওয়ার পরে উত্তরের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছিল। তবে শনিবার বৃষ্টি কমেছে। শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টি না হওয়ায় জমা জল ধীরে ধীরে নামতে শুরু করেছে। 

বাংলার মুখ খবর

Latest News

'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায় কং প্রার্থীর তফশিলি শংসাপত্র খারিজ মনোনয়ন জমার শেষদিনে, ওয়াকওভার পেতে পারে NDA শাকিবের সঙ্গে চেঙ্গিজের মিল! ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই 'তুফান' তুলল মিমির ছবি পেটের মেদ ঝরান এভাবে! খুব বেশি সমস্যায় পড়তে হবে না CAA-র জন্য 'যোগ্যতা সার্টিফিকেট' দিতে পারবেন স্থানীয় পুরোহিত, বড় দাবি রিপোর্টে ‌দিলীপের বিরুদ্ধে দায়ের হল এফআইআর, মুখ্যমন্ত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণের জের তৃণমূলের মৃতপ্রায় দশা, বললেন লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.