বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > দুয়ারে বর্ষা, দুয়ারে দুর্ভোগ, ফের সেই একই জলছবি ঘাটালে

দুয়ারে বর্ষা, দুয়ারে দুর্ভোগ, ফের সেই একই জলছবি ঘাটালে

বর্ষা আসতেই ফের জলমগ্ন ঘাটালের বিভিন্ন ওয়ার্ড (নিজস্ব চিত্র)

ভোট এলেই ঘাটাল মাস্টার প্ল্যান সম্পূর্ণ কার্যকর কেন হল না এনিয়ে রাজনৈতিক চাপানউতোর চলে পুরোদমে

ফের জলমগ্ন হয়ে গেল পশ্চিমমেদিনীপুরের ঘাটালের বিস্তীর্ণ এলাকা। ঘাটাল পুর এলাকার ১২টি ওয়ার্ড শুক্রবারই জলমগ্ন হয়ে যায়। শনিবার নতুন করে জল ঢোকেনি। তবে নীচু এলাকায় থাকা ১০টি ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা এদিন জলের তলায় ছিল। বাসিন্দারা ফের রাস্তায় নৌকা বের করতে শুরু করেছেন। স্থানীয় সূত্রে খবর, প্রতিবারই বর্ষা এলে এভাবেই ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যায়। ফের বর্ষা এলেই সামনে আসে ঘাটাল মাস্টার প্ল্য়ানের কথা। বাসিন্দাদের দাবি ভোট এলেই জলনিকাশির সমস্যা সমাধানের ব্য়াপারে নানা প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু বর্ষা এলেই সেই একই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হন বাসিন্দারা। এদিকে এবারের বর্ষাতেও একের পর এক বাড়িতে , দোকানে জল ঢুকতে শুরু করেছে। বাসিন্দাদের যাতায়াতের ভরসা বলতে সেই নৌকা। প্রতিবারই কাজে লাগে বলে অনেকেই সেই ডিঙি নৌকা বাড়িতেই রেখে দেন। বর্ষা আসতেই তা ফের যাতায়াতের কাজে লাগিয়েছেন বাসিন্দারা। স্থানীয় ব্যবসায়ীরা বলেন, দোকানের ভেতর জল ঢুকে গিয়েছে। ব্যাবসা লাটে উঠেছে। বাসিন্দাদের দাবি, জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। সরকারি কোনও সহায়তা নেই। কোথাও এক হাঁটু, কোথাও আবার এক কোমর জল। জল আরও বাড়তে পারে। 

এদিকে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর না হলে প্রধানমন্ত্রীর দফতরে ধরনা দেবেন বলেও এবার নির্বাচনী প্রচারে হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল নেত্রী। তার পালটা কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন, ২ তারিখের পর নবান্নের সামনে তৃণমূল নেত্রীকে ধরনা দিতে হবে। তবে বাসিন্দাদের দাবি, ঘাটাল মাস্টার প্ল্যানকে সম্পূর্ণ কার্যকরী কেন হল না তা নিয়ে নানা রাজনৈতিক চাপানউতোর চলে। কিন্তু বর্ষা এলেই সেই একই ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়তে হয়ে বাসিন্দাদের। 

বন্ধ করুন