স্বাধীনতা দিবসে দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়াতের (প্রয়াত) মোমের মূর্তি উন্মোচন হল। গতকাল আসানসোলের মহিশীলার ওয়াক্স মিউজিয়ামে তাঁর মোমের মধ্যে উন্মোচন করেন কর্নেল অমিত গণেশ। মূর্তিটি দেখতে এদিন মিউজিয়ামে ভিড় করেন দূর-দূরান্তের মানুষ। উল্লেখ্য, এই প্রথম সেনাবাহিনীর সঙ্গে যুক্ত কোনও ব্যক্তির মোমের মূর্তি তৈরি হল।
মোমের মূর্তিটি তৈরি করেছেন শিল্পী সুশান্ত রায়। জানা গিয়েছে, এই মূর্তি তৈরি করতে সময় লেগেছে প্রায় ৩ মাস। কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে মূর্তি তৈরির জন্য। শিল্পী জানিয়েছেন পোশাক তৈরি করতে সবচেয়ে বেশি সময় লেগেছে। সেনা প্রধানের বিশেষ পোশাক আনাতে হয়েছিল দিল্লি থেকে। শিল্পী সুশান্ত রায় জানান, স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন রাওয়াতকে শ্রদ্ধা জানানোর জন্যই তিনি এই মোমের মূর্তি তৈরি করেছেন। তিনি আরও বলেন, ‘আমি অনেকেরই মূর্তি বানাই। তবে একজন সৈনিকের মূর্তি বানানোই আমি গর্ববোধ করছি। কারণ সেনারা হলেন দেশের গর্ব।’
কর্নেল অমিত গণেশ মূর্তিটি উন্মোচন করে শিল্পীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি বলেন, ‘স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে এবং ৭৬ তম স্বাধীনতা দিবসে এটি সেনাবাহিনীর কাছে একটি বড় উপহার। আমি ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে শিল্পীকে ধন্যবাদ জানাচ্ছি।’ উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে তামিলনাড়ু কান্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল দেশের তিন সেনাবাহিনীর প্রথম প্রধান বিপিন রাওয়াতের। তিন সেনাকে একই ছাদের তলায় নিয়ে আসার জন্য ২০১৯ সালে চিফ অফ ডিফেন্স স্টাফ পদ তৈরি করা হয়। সেই পদে প্রথম বিপিন রাওয়াতকে বসানো হয়। এর আগে তিনি ভারতীয় সেনাবাহিনীর প্রধান ছিলেন।