বিগত বেশ কয়েকদিন ধরেই ভারত-বাংলাদেশ সীমান্তে বিভিন্ন জায়গায় বিএসএফ-কে কাঁটাতার দিতে বাধা দিচ্ছিল বর্ডার গার্ড বাংলাদেশ। এবার টিভি৯ বাংলার রিপোর্টে অভিযোগ করা হল, ভারতীয় ভূখণ্ডে রাস্তা নির্মাণেও বাধা দিল বিজিবি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের শিবরামপুরে। উল্লেখ্য, শিবরামপুর এলাকায় কয়েক’শ মিটার উন্মুক্ত। সেখানে সীমান্তের পাশেই একটি ভারতীয় গ্রাম রয়েছে। সেখানও কোনও কাঁটাতার নেই। এই আবহে উন্মুক্ত সীমান্ত এবং সেই গ্রামের আশেপাশে কাঁটাতার দেওয়ার জন্য উদ্যোগ নেয় বিএসএফ। তবে সেই কাজ শুরু হতেই বন্ধ করেছিল বিজিবি। একই সঙ্গে নাকি সেখানে রাস্তা তৈরির কাজেও বাধা দেয় বিজিবি। (আরও পড়ুন: 'হাসিনা জমানার খুনের পিছনে ভারতের হাত...', বিস্ফোরক অভিযোগ জামাত নেতার)
আরও পড়ুন: বঙ্গে বাড়বে তাপমাত্রা, এরপর কলকাতায় ফের ১৩ ডিগ্রির ঘরে নামতে পারে পারদ
আরও পড়ুন: বাংলাদেশে পালাবদলের নেপথ্যে আমেরিকা ছিল বলে মনে করে ভারত? জবাব দিলেন মার্কিন NSA
আরও পড়ুন: যত দোষ বাইডেনের... ট্রাম্প গদিতে বসার আগেই বিস্ফোরক মেটা প্রধান জুকারবার্গের
এদিকে এই ঘটনায় সীমান্তে চাপা উত্তেজনা বিরাজ করছে। এই আবহে শনিবার সকালে ওই এলাকা পরিদর্শনে যান বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী। এদিকে জানা গিয়েছে, আগামী ২০ তারিখ শিবরামপুরে বিজিবি ও বিএসএফ-এর আধিকারিকরা বৈঠকে বসবেন এই বিবাদ মেটাতে। এদিকে রিপোর্টে দাবি করা হয়েছে, বিএসএফ নাকি পূর্বনির্ধারিত স্থানেই কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়ে অনড়। এদিকে শিবরামপুরের পাশাপাশি নাকি কাঁটাতার দিতে বাধা দেওয়া হয় কুমারগঞ্জের দাউদপুর এলাকাতেও। (আরও পড়ুন: 'অভিজ্ঞ কর্মীদের আকৃষ্ট করতে...', ভারতীয় কর্মীদের সুখবর দিল এই আইটি সংস্থা)
আরও পড়ুন: আমি তখন ৩ দিনের বিধায়ক... গোধরাকাণ্ডের সময় 'আবেগ ধরে রাখার' স্মৃতিচারণায় মোদী
আরও পড়ুন: ভাসমান অবস্থায় মিলল আরও এক খনি শ্রমিকের দেহ, অসমের দুর্ঘটনায় ৬ দিন পরও নিখোঁজ ৭
এদিকে সম্প্রতি এবিপি আনন্দে মালদা বৈষ্ণবনগরের এক ব্যক্তি অভিযোগ করেন, সীমান্তে কাঁটাতার দেওয়া হলে নাকি বিজিবি গুলি করবে বলে হুমকি দিয়েছে। এই ঘটনাটি ঘটেছিল মালদার বৈষ্ণবনগরের সুকদেবপুর সীমান্তে। রিপোর্টে দাবি করা হয়, সেই এলাকায় যে অংশটা খোলা আছে, সেটা কাঁটাতার বসানোর তোড়জোড় শুরু করা হয়। কিন্তু কাঁটাতারের বেড়া বসানোর জন্য সেখানে গর্ত খোঁড়ার কাজ শুরু করতেই বিজিবির বিরুদ্ধে কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। তা নিয়ে তৈরি হয় উত্তেজনা। পরবর্তীতে বুধবার ফের কাজ শুরু করা হয়। কিন্তু তখনও বিজিবির তরফে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পরবর্তীতে মহদিপুর বর্ডার আউট পোস্টে ভারতের সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ এবং বাংলাদেশের বিজিবির মধ্যে বৈঠক হয়।