মঞ্চে তখন উপস্থিত ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে উঠলেন, 'ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি।' ঘটনাটি ঘটে ঝাড়গ্রামে বিরসা মুণ্ডার ১৫০ তম জন্মদিবসের অনুষ্ঠানে। উল্লেখ্য, গতকাল ঝাড়গ্রামের আদিবাসী ভবনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোাধ্যায়। সেখানেই ঝাড়গ্রামের ক্রীড়াবিদদের সাফল্য তুলে ধরছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সেই সাফল্যের নেপথ্যে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের 'স্বপ্নের অ্যাকাডেমির' ভূমিকা রয়েছে, তাও মনে করান অরূপ। সেই সময়ই ঝাড়গ্রামের ক্রীড়াবিদদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি। তোমরা পাবে, এই বিশ্বাস আমার আছে।' অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য রাখার সময় আর্চারি অ্যাকাডেমির ক্রীড়াবিদদের দিকে তাকিয়ে ছিলেন। এই আবহে শুধু আর্চারি নিয়ে যদি এই কথা মমতা বলে থাকেন, তাহলে তাতে কোনও ভুল নেই। কারণ সোনা তো দূর, আর্চারিতে আজ পর্যন্ত ভারত কোনও পদকই অলিম্পিক থেকে পায়নি। তবে এবছরের অলিম্পিকে পদক পাওয়ার খুবই কাছে চলে এসেছিল ভারত। (আরও পড়ুন: হাসপাতালের নবজাতক বিভাগে আগুন, মর্মান্তিক মৃত্যু ১০ সদ্যজাত শিশুর)
আরও পড়ুন: হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিমান বসু, ফিরলেন পার্টি অফিসে নিজ বাসস্থানে
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন 'ভুল' সোশ্যাল মিডিয়া পোস্ট করেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এই নিয়ে বালুরঘাটের সাংসদ লেখেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও একটি অযৌক্তিক মন্তব্য! অলিম্পিকে সোনা জয়ী ভারতীয় ক্রীড়াবিদদের কৃতিত্ব নিয়ে প্রশ্ন তুললেন তিনি। এতে তাঁর অজ্ঞতা বা কেন্দ্র বিরোধী নীতি প্রচারের ইচ্ছাকৃত প্রচেষ্টাই প্রতিফলিত হয়েছে। কেন্দ্রের বিরোধিতা এক কথা, কিন্তু জাতীয় গৌরব ক্ষুণ্ণ করা অগ্রহণযোগ্য।'
উল্লেখ্য, গতকাল অনুষ্ঠান মঞ্চে অরূপ বিশ্বাস বলেন, 'মাননীয়া মুখ্যমন্ত্রী যে স্বপ্নের অ্যাকাডেমি তৈরি করেছেন, তাতে আমাদের একজন কৃতি ছাত্র জুয়েল সরকার ইন্ডিয়া টিমে রয়েছে। ট্রায়ালে প্রথম হয়েছে। স্কুল গেমসে ৩৩ জনের বাংলা টিম ২৩ জন ঝাড়গ্রাম অ্যাকাডেমি থেকে নির্বাচিত হয়েছে।' এরপর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'স্যালুট টু দেম। এদের যেন কোনও অসুবিধা না হয়। কোনও পরি কাঠামোর অভাব যেন না হয়। আমি চাই আগামী দিন এরাই অলিম্পিক জয় করবে। ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি। তোমরা পাবে, এই বিশ্বাস আমার আছে।'
প্রসঙ্গত, ভারত আজও পর্যন্ত অলিম্পিকে সব মিলিয়ে ১০টি সোনা পেয়েছে। এর মধ্যে ৮টি সোনা এসেছে দলগত ইভেন্ট হকি থেকে। ভারত ১৯২৮, ১৯৩২, ১৯৩৬, ১৯৪৮, ১৯৫২, ১৯৫৬, ১৯৬৪, ১৯৮০ সালে হকিতে সোনা পেয়েছিল। ভারতের সবথেকে সফল অলিম্পিয়াল লেসলি ক্লডিয়াস ছিলেন কলকাতারই বাসিন্দা। তিনি ১৯৪৮, ১৯৫২ এবং ১৯৫৬ সালে সোনা পেয়েছিলেন এবং ১৯৬০ সালের রোম অলিম্পিকে রুপো জিতেছিলেন দলের সঙ্গে। এছাড়াও ব্যক্তিগত ইভেন্টে ভারত প্রথম সোনা পেয়েছিল ২০০৮ অলিম্পিকে। বেজিংয়ে সেবার ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা। এবং ২০২১ সালে অনুষ্ঠিত টোকিও অলিম্পিকে ভারতের হয়ে জ্যাভলিনে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া।