একটিও পরীক্ষা হয়নি। তবে আগামিকাল (মঙ্গলবার) বিকল্প মূল্যায়নের ভিত্তিতে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। সেদিনই স্কুল থেকে অ্যাডমিট কার্ড এবং মার্কশিট দেওয়া হবে।
মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ন'টায় সাংবাদিক বৈঠকে করে আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করা হবে। তবে করোনাভাইরাস পরিস্থিতিতে বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন হওয়ায় এবারও মেধাতালিকা প্রকাশ করা হবে না। আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশের এক ঘণ্টা পর থেকে wbresults.nic.in বা www.wbbse.wb.gov.in-সহ একাধিক ওয়েবসাইট থেকে নিজেদের ফল জানতে পারবে পড়ুয়ারা। অ্যাপের মাধ্যমেও জানা যাবে ফলাফল। সেদিনই পর্ষদের ক্যাম্প অফিস থেকে স্কুলগুলিকে মার্কশিট এবং অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে।
এমনিতে করোনাভাইরাসের জেরে এবার মাধ্যমিক পরীক্ষা বাতিল করে দেওয়া হচ্ছে। মূল্যায়নের ভিত্তিতে পড়ুয়াদের নম্বর প্রদান করা হচ্ছে। পর্ষদের তরফে ঘোষণা করা হয়েছে, ৫০-৫০ ফর্মুলায় মাধ্যমিকের নম্বর দেওয়া হবে। ৫০ শতাংশ নম্বর ধরা হবে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার। বাকি ৫০ শতাংশ ধরা হবে দশম শ্রেণির অভ্যন্তরীণ মূল্যায়ন থেকে। কোনও পড়ুয়া যদি মূল্যায়নের ভিত্তিতে প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট না হয়, তাহলে করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাভাবিক হলে তারা পরীক্ষা দিতে পারবে। সেখানে প্রাপ্ত নম্বরই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
কোন কোন ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে?
কীভাবে মাধ্যমিকের রেজাল্ট দেখতে হবে?
১) wbresults.nic.in বা www.wbbse.wb.gov.in সাইটে যেতে হবে।
২) 'WBBSE class 10 results' লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।
৪) 'Submit'-এ ক্লিক করতে হবে।
৪) স্ক্রিনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে।
৫) ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রাখা ভালো।
রেজাল্ট জানার জন্য কীভাবে আগেভাগে রেজিস্টার করতে হবে?
www.exametc.com সাইটে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর এবং ফোন নম্বর দিয়ে নথিভুক্ত করতে হবে। ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশিত হলেই ওই পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল জানতে পারবে।
অ্যাপের মাধ্যমে কীভাবে রেজাল্ট দেখা যাবে?
Google Play অথবা www.results.shiksha থেকে 'Madhyamik Result 2021' অ্যাপ ডাউনলোড করা যেতে পারে। সেখান থেকে বিনামূল্যেই ফল জানা যাবে।