বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > WB Class XII results: রাত পোহালেই উচ্চ মাধ্যমিকের ফল, কোন কোন ওয়েবসাইটে দেখবেন?

WB Class XII results: রাত পোহালেই উচ্চ মাধ্যমিকের ফল, কোন কোন ওয়েবসাইটে দেখবেন?

রাত পোহালেই প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। (ছবিটি প্রতীকী, সৌজন্য বচ্চন কুমার/হিন্দুস্তান টাইমস)

তবে বৃহস্পতিবার মার্কশিট-সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র হাতে পাবেন না পড়ুয়ারা।

রাত পোহালেই প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। তবে বৃহস্পতিবার মার্কশিট-সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র হাতে পাবেন না পড়ুয়ারা। শুক্রবার উচ্চ মাধ্যমিকের সংসদের ক্যাম্প থেকে স্কুলগুলিকে দেওয়া হবে যাবতীয় নথি। সেদিনই স্কুল থেকে করোনাভাইরাস সংক্রান্ত বিধি মেনে পড়ুয়া বা তাঁদের অভিভাবকরা মার্কশিট সংগ্রহ করতে পারবেন।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুর তিনটেয় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। তবে করোনাভাইরাস পরিস্থিতিতে কোনও পরীক্ষা না হওয়ায় মেধাতালিকা প্রকাশ করা হবে না। গতবারও উচ্চ মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশ করা হয়নি। বিকেল চারটে থেকে পড়ুয়ারা একাধিক ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবেন। সেইসঙ্গে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন পড়ুয়ারা। 

কোন কোন ওয়েবসাইট থেকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে?

১) wbresults.nic.in

২) www.exametc.com

৩) www.results.shiksha

৪) www.indiaresults.com

ওয়েবসাইটে কীভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখতে হবে?

১) wbresults.nic.in সাইটে যেতে হবে।

২) 'WBCHSE class 12 results' লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।

৪) 'Submit'-এ ক্লিক করতে হবে।

৫) স্ক্রিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে।

৬) ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রাখা ভালো।

SMS-এর মাধ্যমে কীভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানা যাবে?

১) WB12 space <রেজিস্ট্রেশন নম্বর> to 56070।

২) WB12 space <রেজিস্ট্রেশন নম্বর> to 5676750।

বন্ধ করুন