আজ পূর্ণ দিবস সরকারি ছুটির ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ সব সরকারি অফিস, স্কুল, কলেজ ছুটি হয়ে যাবে। বৃহস্পতিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পরে সংবাদমাধ্যম এবিপি আনন্দে মমতা জানান যে আজ পূর্ণ দিবস ছুটি ঘোষণা করা হচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হবে। দেওয়া হবে গান স্যালুট। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে বুদ্ধদেববাবুর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে যাবেন। সেখানেই পূর্বসূরিকে শেষশ্রদ্ধা জানাবেন। যিনি একেবারে ভেঙে পড়েছেন। মমতা বলেন, ‘(বুদ্ধবাবুর প্রয়াণের খবরে) অত্যন্ত খারাপ লাগছে। মনে পড়ছে ওঁর মুখটা।’
বুদ্ধবাবুর প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী
পূর্বসূরি বুদ্ধবাবুর প্রয়াণের খবরে শোকপ্রকাশ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লেখেন, ‘পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই আমি তাঁকে চিনতাম এবং গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন, তখন আমি কয়েকবার তাঁকে বাড়িতে দেখতে গিয়েছি।’
আরও পড়ুন: শ্রান্ত পথিকের থামল লড়াই, স্মরণে বুদ্ধদেব ভট্টাচার্য
সেইসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে আমি খুব দুঃখিত বোধ করছি। এই শোকের সময় মীরাদি (বুদ্ধবাবুর স্ত্রী মীরা ভট্টাচার্য) এবং সুচেতনের (সন্তান সুচেতন) প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। আমি সিপিআই(এম) দলের সকল সদস্য-সদস্যা, সমর্থক এবং তাঁর সমস্ত অনুগামীদের সমবেদনা জানাচ্ছি।’
বুদ্ধদেববাবুর প্রয়াণ
বৃহস্পতিবার সকালে ৮ টা ২০ মিনিট নাগাদ প্রয়াত হন বুদ্ধদেববাবু। পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই খবর পেয়েই বুদ্ধদেববাবুর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে চলে আসেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি জানান, বেলা ১২ টা ৩০ মিনিট পর্যন্ত বাড়িতে বুদ্ধদেববাবুর দেহ রাখা থাকবে। আজ তাঁর শেষযাত্রা হবে না। শুক্রবার শেষযাত্রা হবে বলে জানিয়েছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক।
আরও পড়ুন: ‘বুদ্ধমামা বলতাম, ওঁর কাছে বকাও খেয়েছি!’, বুদ্ধদেবের মৃত্যুতে শোকজ্ঞাপন উষসীর
দেহদান বুদ্ধদেববাবুর
সিপিআইএমের রাজ্য সম্পাদক জানান, বুদ্ধদেববাবু দেহদান করেছিলেন। তাঁর শেষকৃত্য হবে না। দেহ সংরক্ষণের জন্য একাধিক হাসপাতালের সঙ্গে আলোচনা করা হয়েছে। তাঁর দেহ সংরক্ষণ করা হবে। সূত্রের খবর, এসএসকেএম হাসপাতাল বা নীলরতন সরকার মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তাঁর দেহ সংরক্ষণ করা হতে পারে। বেলা ১২ টা ৩০ মিনিটের পরে চক্ষুদান প্রক্রিয়া শুরু হবে বলে সূত্রের খবর। যদিও সরকারিভাবে সেই বিষয়ে কিছু জানানো হয়নি।