সামনেই লোকসভা নির্বাচন। বিরাট জট তৈরি হয়েছে ইন্ডিয়া জোটের। হাত ছেড়েছেন নীতীশ কুমার। গ্রেফতার হেমন্ত সোরেন। আর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন এখন বাংলায় কংগ্রেসের সঙ্গে জোটের পথে হাঁটছেন না তাঁরা। যা হবে, ভোটের পরে। আর আজ, বৃহস্পতিবার নদিয়ার সভা থেকে তৃণমূল সুপ্রিমো আবার বলেন, ‘আমরা জোট চেয়েছিলাম কংগ্রেস করেনি।’ চৈতন্যভূমি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, ‘মনে রাখবেন দিল্লি জয় আমরাই করব।’ কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডের ধরনা বসবেন তৃণমূল নেত্রী। আর তা শেষ করার দু’দিনের মধ্যেই নয়াদিল্লি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠকে যোগ দিতেই দিল্লিতে যাচ্ছেন মমতা।
এদিকে বাংলার বকেয়া পাওনার দাবিতে শুক্রবার কলকাতার রেড রোডে ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তিনদিন পর সোমবার অথবা মঙ্গলবার নয়াদিল্লি সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী। আজ নদিয়ার সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলায় মা–মাটি–মানুষ একাই একশো। আমি আপনাদের সঙ্গে আছি। আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন, আমি কথা দিচ্ছি বাংলা থেকে জিতে দিল্লি আমরা দখল করবই। কোন পলিসিতে করব সেটা নির্বাচনের পর রিজিওনাল পার্টিগুলিকে একসঙ্গে নিয়ে আমরা সবাই মিলে ঠিক করব।’ আগামী ৫ ফেব্রুয়ারি বিধানসভা অধিবেশনে যোগ দেবেন নেত্রী। সেদিনই বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে তিনি মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক করবেন। তারপর নয়াদিল্লি।
অন্যদিকে এই আবহে শুক্রবার থেকে বাংলার বকেয়ার দাবিতে ধরনায় বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধরনা কদিন ধরে চলবে সেটা স্পষ্ট নয়। আবার দিল্লি সফরে যাবেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর। তবে তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, এবার নয়াদিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার উদ্দেশ্য অন্য। এক দেশ এক ভোট নিয়ে জাতীয় স্তরে একটি বৈঠক ডাকা হয়েছে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের অবস্থান লিখিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। ওই বিষয়টি নিয়ে খোলাখুলিভাবে তাঁর মত জানাতে দিল্লি যাবেন বলে খবর। তবে রাজধানী যাওয়ার আগে নদিয়ার সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলাই পথ দেখাবে। বাংলায় আমরা একাই লড়ব। কারণ আমরা জোট চেয়েছিলাম। কংগ্রেস করেনি। সিপিএম–কংগ্রেসের জোট হয়েছে বিজেপিকে সাহায্য় করার জন্য। আমি সিপিএম করি না। আমি বিজেপি করি না। আমি মা–মাটি–মানুষ করি।’
আরও পড়ুন: ‘পাগলের মত হ্যাংলামি করে বেড়াচ্ছে সিপিএম’, রাহুলের সঙ্গে ছবি তুলতেই আক্রমণ কুণালের
এছাড়া প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গড়ে দিয়েছে মোদী সরকার। এই কমিটির কাজই হল, এক দেশ এক ভোট নীতি নিয়ে মতামত নেওয়া। তবে রামনাথ কোবিন্দ আগামীকাল শুক্রবার কলকাতায় আসছেন। কোবিন্দের নেতৃত্বে উচ্চ পর্যায়ের ওই কমিটির সচিব নীতেন চন্দ্রকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে একটি চিঠিও লিখেছেন। সূত্রের খবর, ৭ ফেব্রুয়ারি বুধবার নয়াদিল্লিতে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠক রয়েছে মমতার। সেই বৈঠকেই যোগ দিতেই যাচ্ছেন তিনি। সংসদে বাজেট অধিবেশন চলছে। তৃণমূল কংগ্রেসের সাংসদরা দিল্লিতেই থাকবেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় নয়াদিল্লিতে তাঁদের সঙ্গে বৈঠক করতে পারেন।