বিধানসভা উপনির্বাচনের আবহে গতকাল সোমবার তিনদিনের দার্জিলিং সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং শহরে এসে প্রত্যেকবারই সব জায়গা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। এবার জনসংযোগ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েন। আজ মঙ্গলবার প্রাতঃভ্রমণে বেরিয়ে নেহরু রোড দিয়ে ম্যালে ওঠার পথে বিশ্ববাংলার স্টল ঘুরে দেখেন তিনি। এই প্রাতঃভ্রমণে বেরিয়ে কথা বললেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। শুনলেন তাঁদের অভাব–অভিযোগ। আশ্বাস দিলেন সমাধানের। পথে খুদেদের হাতে তুলে দিলেন চকোলেট। যা পেয়ে কচিকাঁচারা অত্যন্ত খুশি হয়।
এখানে এসে বিভিন্ন শীতবস্ত্রের দোকানেও যান মমতা বন্দ্যোপাধ্যায়। আর কথা বলেন দোকান মালিকদের সঙ্গে। জেনে নেন জিনিসপত্রের দাম। পাহাড় সফরে এসে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকবারের মতো আজ মঙ্গলবারও সকালে জনসংযোগে বের হন মুখ্যমন্ত্রী। সকাল সাড়ে ১০টা নাগাদ মুখ্যমন্ত্রী রিচমন্ড হিল থেকে বেরিয়ে ম্যালের উদ্দেশ্যে হাঁটতে থাকেন। পথে সাধারণ মানুষ ও পর্যটকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তিনি। হাত মেলান কচিকাঁচাদের সঙ্গে। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী পাহাড় সফরে এলেই একবার সামনে দেখতে পাহারবাসীরা মুখিয়ে থাকেন। এদিনও মুখ্যমন্ত্রীকে দেখতে ম্যালের রাস্তায় ছিল পাহাড়বাসীদের ঢল।
বিশ্ববাংলা স্টলে যান মুখ্যমন্ত্রী। আজ সকালে প্রয়াত হয়েছেন বিখ্যাত নাট্যকার তথা অভিনেতা মনোজ মিত্র। তাঁকে যাতে রাজ্য সরকারের পক্ষ থেকে গান স্যালুট দেওয়া হয় এবং যথাযোগ্য মর্যাদায় মরদেহ সৎকারের ব্যবস্থা করা হয় সেটাও ফোনেই নির্দেশ দিতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। আজই জিটিএ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নানা বিষয়ে আলোচনা হবে। তার আগে পাহাড়ে হেঁটে ঘুরলেন মুখ্যমন্ত্রী। নিজের মনে অনেক কিছু তাঁকে ভাবতেও দেখা গেল। আসলে কোনও উন্নয়ন করার পরিকল্পনা ছকে ফেললেন তিনি বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ভয়াবহ পথ দুর্ঘটনা পাথরপ্রতিমায়, একসঙ্গে তিনজনের মৃত্যু, আহত কমপক্ষে ২০ জন
পাহাড়ের মানুষ ভাল থাকুক সেটা বাগডোগরা বিমানবন্দরে নেমে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন। আর কয়েকজনকে রাজ্য সরকারের প্রকল্প সম্পর্কে জানান। পর্যটকরাও তাঁকে দেখতে এবং কথা বলতে ভিড় জমান। একজন এত বড় রাজনীতিবিদ তথা মুখ্যমন্ত্রীকে এমন সাধারণভাবে মানুষের মধ্যে মিশে যেতে দেখে অনেকেই অবাক। মুখে এইসব কথা অনেকে শুনেছিলেন। আজ যেন তা চাক্ষুষ করলেন পর্যটকরা। পাহাড়ে আসলেই মুখ্যমন্ত্রী হালকা মেজাজে থাকেন। তাই তো আগে তাঁকে মোমো বানাতে দেখা গিয়েছিল। এবার ঘরের মেয়ে মমতাকে পেলেন পর্যটকরা।