উপনির্বাচনের পর জেলা সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন দিনের সফরে পূর্ব মেদিনীপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। তার মধ্যে বেশ কিছু উন্নয়নমূলক কর্মসূচি থাকছে। আর এই সফর হবে আগামী ১০ ডিসেম্বর। ওইদিন মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের দিঘায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ১১ ডিসেম্বর দিঘার জগন্নাথ মন্দিরের কাজ সরেজমিনে নিজে খতিয়ে দেখবেন। আর আগামী ১২ ডিসেম্বর আবার তিনি কলকাতায় ফিরে আসবেন। নবান্ন সূত্রে এমন খবরই মিলেছে।
আসলে জগন্নাথ মন্দিরের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন উদ্বোধনের পালা। কিন্তু উদ্বোধন করার আগে তো গোটা বিষয়টি দেখে নিতে হবে। সেটাই খতিয়ে দেখতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সবটা দেখে উদ্বোধনের তারিখ ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। তবে এবার সড়ক পথে না গিয়ে হেলিকপ্টারে করে মমতা বন্দ্যোপাধ্যায় দিঘা যাবেন বলে সূত্রের খবর। নবান্ন অবশ্য এখনও বিষয়টি নিয়ে কিছু জানায়নি। কদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, দিঘার জগন্নাথ মন্দিরের কাজ দেখতে যাবেন। এবার সেই মুখ্যমন্ত্রীর সফরসূচি তৈরি হয়ে গিয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
আরও পড়ুন: তহবিলের অর্থ খরচ করতে পারেননি নিশীথ, কোচবিহার ভবন সংস্কারে ব্যবহার জগদীশের
এই জগন্নাথ মন্দির তৈরি হয়ে গেলে পুরীর স্বাদ দিঘাতেই মিলবে। একদিরে সমুদ্র আর অপরদিকে জগন্নাথ মন্দির। এতদিন বাঙালি এই দুটির টানে পুরী সফর করতে যেতেন। এখনও যাচ্ছেন। তবে সেটা বাংলায় একসঙ্গে পেলে পুরীর সফর কমবে বলে মনে করা হচ্ছে। এখনও প্রতিবছর বহু সংখ্যক বাঙালি পর্যটক পুরী ঘুরতে যান। বাঙালি পর্যটকরা দিঘায় এসে সমুদ্র–জগন্নাথ দেবের দর্শন একসঙ্গে পেতে চলেছেন। সুতরাং এখানে ভিড় বাড়বে পর্যটকদের বলে মনে করা হচ্ছে। পুরীর আদলে দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর কাজ শুরু হয়। যা এখন প্রায় শেষ। দিঘা রেল স্টেশনের কাছেই তৈরি হচ্ছে এই জগন্নাথ ধাম। যা বিশেষ আকর্ষণের।
দিঘাকে বলা হয় সৈকতনগরী। তার সঙ্গে আগামীদিনে জগন্নাথ ধাম জুড়ে গেলে পৃথক মাত্রা যোগ করবে। ২৫ একর জমির উপর চলছে জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ। এটা ২০১৮ সালে ২০০ কোটি টাকার প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজ শুরু হয় ২০২২ সালের অক্ষয় তৃতীয়ায়। পুরীর মন্দিরের মতোই তৈরি করা হয়েছে এখানে চারটি প্রবেশদ্বার। দিঘার জগন্নাথ মন্দির উচ্চতা ও নকশা একেবারে পুরীর জগন্নাথ মন্দিরের মতো। দিঘার এই জগন্নাথ মন্দির ঘিরে পর্যটকের ঢল নামবে আগামীদিনে বলে আশা করছেন সকলে।