বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > WB Govt Employees on DA Case: 'প্রতারক সরকার, Ph.D করেছে প্রতারণায়', DA মামলায় তোপ রাজ্য সরকারি কর্মচারীদের

WB Govt Employees on DA Case: 'প্রতারক সরকার, Ph.D করেছে প্রতারণায়', DA মামলায় তোপ রাজ্য সরকারি কর্মচারীদের

WB Govt Employees on DA Case: কবে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ পাবেন? তা নিয়ে ফের দোটানায় পড়ে গেলেন রাজ্য সরকারি কর্মচারীরা। কারণ আজই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জানিয়ে দিয়েছে, ডিএ মামলায় সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে। তারপরই রাজ্য সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছে।