বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বৃদ্ধির ঘোষণা করা হল। বুধবার বাজেট ভাষণ পেশের সময় পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হচ্ছে। যা কার্যকর হবে ২০২৫ সালের ১ এপ্রিল থেকে। আর সেই ঘোষণার ফলে রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে ১৮ শতাংশে ঠেকল। যা কার্যকর হবে ১ এপ্রিল থেকে।
ষষ্ঠ বেতন কমিশনের আওতায় পঞ্চম দফায় ডিএ বাড়ল!
২০২০ সালের ১ জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে। তারপর থেকে মোট চারটি দফায় (আজকের বাজেটের আগে পর্যন্ত) পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। আর এবারের বাজেটে পঞ্চম দফায় ডিএ বাড়ানো হবে বলে আশায় ছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা। সেই আশাপূরণ হল। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থ প্রতিমন্ত্রী।
ষষ্ঠ বেতন কমিশনের শুরুতে ডিএ ‘শূন্য’ ছিল
রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, ২০২০ সালে যখন ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছিল, তখন রাজ্য সরকারের তরফে আলাদা করে কোনও মহার্ঘ ভাতার ঘোষণা করা হয়নি। অর্থাৎ সেইসময় মহার্ঘ ভাতা শূন্য ছিল। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে প্রথম দফায় তিন শতাংশ ডিএ কার্যকর হয়েছিল।
আরও পড়ুন: WB State Budget Live Updates: পশ্চিমবঙ্গ বাজেটে কী কী ঘোষণা করা হল? তালিকা দেখে নিন
তারপর ২০২২ সালের জানুয়ারিতে রাজ্য সরকারের তরফে মহার্ঘ ভাতা বাড়ানো হয়নি বলে জানিয়েছেন কনফেডারেশনের সাধারণ সম্পাদক। তিনি জানিয়েছেন, ২০২৩ সালের ১ মার্চ থেকে আরও তিন শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। যে ঘোষণা বাজেটে ঘোষণা করা হয়েছিল। তারপর ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে আরও চার শতাংশ ডিএ বৃদ্ধি পেয়েছিল। ফের বাজেটে আরও চরা শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী।
৩৯% মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবি তোলেন রাজ্য সরকারি কর্মীরা
সেই আবহে বুধবার বাজেট পেশের কিছুক্ষণ আগে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘(রাজ্য সরকারি) কর্মচারীদের সঙ্গে লড়াই না করে অবিলম্বে বকেয়া ৩৯ শতাংশ মহার্ঘ ভাতা (কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ব্যবধান) ঘোষণা করুক সরকার। মনে রাখতে কর্মচারীদের বঞ্চিত করে কোনও সরকার গদিতে টিকতে পারেনি।’ তাঁদের দাবি মতো ৩৯ শতাংশ ডিএ বাড়ানো না হলেও মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়নি।