উৎসবের মরশুমে সবমিলিয়ে ২১ দিন ছুটি দিল পশ্চিমবঙ্গ সরকার। দুর্গাপুজো, কোজাগরী লক্ষ্মীপুজো, কালীপুজো, ভাইফোঁটা এবং ছটপুজো মিলিয়ে ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীদের ২১ দিন ছুটি থাকবে। শুক্রবার রাতে রাজ্য সরকারের অর্থ দফতরের তরফে যে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে দুর্গাপুজো এবং কোজাগরী লক্ষ্মীপুজো মিলিয়ে ১২ দিন ছুটি দেওয়া হয়েছে। কালীপুজো, ভাইফোঁটা এবং ছটপুজো মিলিয়ে আবার ন'দিন ছুটি থাকবে। অর্থাৎ সবমিলিয়ে উৎসবের মরশুমে হাতেগোনা কয়েকটি দিন অফিসে যেতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের।
দুর্গাপুজোয় কবে কবে ছুটি থাকবে?
১) চতুর্থী: ২৬ সেপ্টেম্বর (শুক্রবার)।
২) পঞ্চমী: ২৭ সেপ্টেম্বর (শনিবার)।
৩) ষষ্ঠী: ২৮ সেপ্টেম্বর (রবিবার)।
৪) সপ্তমী: ২৯ সেপ্টেম্বর (সোমবার)।
৫) অষ্টমী: ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার)।
৬) নবমী: ১ অক্টোবর (বুধবার)।
৭) দশমী: ২ অক্টোবর (বৃহস্পতিবার)।
৮) ৩ অক্টোবর: দুর্গাপুজোর জন্য বাড়তি ছুটি।
৯) ৪ অক্টোবর: দুর্গাপুজোর জন্য বাড়তি ছুটি।
১০) ৫ অক্টোবর: রবিবার।
১১) কোজাগরী লক্ষ্মীপুজো: ৬ অক্টোবর (সোমবার)।
১২) ৭ অক্টোবর (মঙ্গলবার): কোজাগরী লক্ষ্মীপুজোর জন্য বাড়তি ছুটি।
আরও পড়ুন: Joka to Howrah Metro: জোকা থেকে মেট্রোয় হাওড়া! স্বপ্নপূরণের জন্য মার্চেই ‘অ্যাকশনে’ নামবে ২ ‘স্টার’
কালীপুজোর সময় কবে কবে ছুটি থাকবে?
১) কালীপুজো: ২০ অক্টোবর (সোমবার)।
২) ২১ অক্টোবর (মঙ্গলবার): কালীপুজোর জন্য বাড়তি ছুটি।
৩) ২২ অক্টোবর (বুধবার): কালীপুজোর জন্য বাড়তি ছুটি।
৪) ভাইফোঁটা: ২৩ অক্টোবর (বৃহস্পতিবার)।
৫) ২৪ অক্টোবর (শুক্রবার): ভাইফোঁটার জন্য বাড়তি ছুটি।
৬) তাছাড়া ছটপুজোর জন্য ২০২৫ সালেও দু'দিন ছুটি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। অর্থ দফতরের ছুটির তালিকা অনুযায়ী, ছটপুজোর জন্য ২৭ অক্টোবর (সোমবার) এবং ২৮ অক্টোবর (মঙ্গলবার) ছুটি থাকবে।
রবিবার হওয়ায় কোন কোন ছুটি 'মার' যাবে?
১) ১২ জানুয়ারি: স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী।
২) ২৬ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবস।
৩) সরস্বতী পুজো: ২ ফেব্রুয়ারি।
৪) রামনবমী: ৬ এপ্রিল।
৫) মহরম: ৬ জুলাই।
৬) কবি ভানু ভক্তের জন্মাবার্ষিকী (শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলা): ১৩ জুলাই।
৭) মহালয়া: ২১ সেপ্টেম্বর।
২০২৫ সালে সরকারি ছুটির তালিকা
রবিবার হওয়ায় কয়েকটি ছুটি মার খেলেও বাড়তি কয়েকটা দিন রাজ্য সরকারি কর্মচারীদের অফিসে যেতে হবে না। পুজোয় যেমন চতুর্থী থেকেই ছুটি পড়ে যাচ্ছে। কোজাগরী লক্ষ্মীপুজো, কালীপুজো, ভাইফোঁটায় বাড়তি ছুটি থাকছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ২০২৪ সালেও সেই বাড়তি ছুটি দিয়েছে।