বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > WB HS 2023 Timetable: আগামী বছর ১৪ মার্চ থেকে শুরু উচ্চমাধ্যমিক,একনজরে পরীক্ষার পূর্ণ সূচি

WB HS 2023 Timetable: আগামী বছর ১৪ মার্চ থেকে শুরু উচ্চমাধ্যমিক,একনজরে পরীক্ষার পূর্ণ সূচি

আগামী বছর ১৪ মার্চ থেকে শুরু উচ্চমাধ্যমিক,একনজরে পরীক্ষার পূর্ণ সূচি (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

আগামী বছর ১৪ মার্চ থেকে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে ২৭ মার্চ পর্যন্ত। উল্লেখ্য, আগামী বছর হোম সেন্টারে পরীক্ষা হবে না। পাশাপাশি পূর্ণ সিলেবাসেই পরীক্ষা হবে বলে জানান সংসদ সভাপতি।

আগামী বছর ১৪ মার্চ থেকে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে ২৭ মার্চ পর্যন্ত। উল্লেখ্য, আগামী বছর হোম সেন্টারে পরীক্ষা হবে না। পাশাপাশি পূর্ণ সিলেবাসেই পরীক্ষা হবে বলে জানান সংসদ সভাপতি। একনজরে দেখে নিন পরীক্ষার সূচি:

১৪ মার্চ – প্রথম ভাষার পরীক্ষা অনুষ্ঠিত হবে। (বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, সাঁওতালি, উর্দু, উড়িয়া, পঞ্জাবি, গুজরাটি, তেলুগু)

১৬ মার্চ – দ্বিতীয় ভাষার পরীক্ষা (ইংরেজি, বাংলা, হিন্দি, নেপালি, অল্টারনেটিভ ইংলিশ)

১৭ মার্চ – ভোকেশনাল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে এদিন।

১৮ মার্চ – পরীক্ষা হবে বায়োলজিকাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স।

২০ মার্চ – অঙ্ক, সাইকোলজি, অ্যানথ্রপলজি, ইতিহাসের পরীক্ষা।

২১ মার্চ – কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ বিজ্ঞান, শরীর শিক্ষা, সঙ্গীত, ভিজুয়াল আর্ট।

২২ মার্চ – কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমনারিজ অফ অডিটিং, ফিলোসফি, সোশিওলজি।

২৩ মার্চ – ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি।

২৪ মার্চ – ইকোনমিক্স।

২৫ মার্চ – কেমিস্ট্রি, সাংবাদিকতা ও গণসংযোগ, সংস্কৃত, ফারসি, আরবি, ফরাসি।

২৭ মার্চ – স্ট্যাটিসটিক্স, জিওগ্রাফি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট, ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।

বন্ধ করুন