প্রায় শেষ হতে চলল অপেক্ষা। আজ (বুধবার) প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবার সেই পড়ুয়ারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, যাঁরা করোনাভাইরাস মহামারীর কারণে ২০২১ সালে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক দিতে পারেননি। নির্দিষ্ট মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে তাঁদের মাধ্যমিকের নম্বর দেওয়া হয়েছিল। সেই পরিস্থিতিতে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ফলাফল কেমন হয়, তা নিয়ে বাড়তি আগ্রহ আছে শিক্ষা মহলের। আর নিজের রেজাল্ট কেমন হয়েছে, তা যেমন অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in থেকে দেখা যাবে, তেমনই ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র ওয়েবসাইট bangla.hindustantimes.com থেকে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন।
কখন উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে?
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, বুধবার সকাল ১২ টায় আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে। সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করবেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এবং সেক্রেটারি তাপসকুমার মুখোপাধ্যায়। তবে অনলাইনে রেজাল্ট দেখার জন্য আরও ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। বেলা ১২ টা ৩০ মিনিট থেকে অনলাইনে উচ্চমাধ্যমিকের ফলাফল দেখা যাবে।
আরও পড়ুন: HS Results 2023: উচ্চমাধ্যমিকের রেজাল্টের ক্ষেত্রে এবার জোড়া পরিবর্তন, বড় সিদ্ধান্ত সংসদের
হিন্দুস্তান টাইমস বাংলা থেকে কীভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখবেন?
১) হিন্দুস্তান টাইমস বাংলার ওয়েবসাইট bangla.hindustantimes.com-তে আসতে হবে।
২) হোমপেজে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্টের লিঙ্ক দেখা যাবে। সেখানে রোল নম্বর দিতে হবে। তারপর ‘ক্লিক করুন’ বাটনে ক্লিক করতে হবে পড়ুয়াদের।
৩) কোনও পড়ুয়া উচ্চমাধ্যমিকের কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন, সংশ্লিষ্ট বিষয়ে প্রাপ্ত গ্রেড ও পার্সেন্টাইল, মোট নম্বর, গ্রেড এবং পার্সেন্টাইল সংক্রান্ত যাবতীয় তথ্য দেখা যাবে।
হিন্দুস্তান টাইমস বাংলায় সরাসরি দেখুন উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল - ক্লিক করুন এখানে (এটাই ডিরেক্ট লিঙ্ক, একবার ক্লিক করে রোল নম্বর দিলেই রেজাল্ট দেখানো হবে)
আরও পড়ুন: WBJEE 2023 Results: উচ্চমাধ্যমিকের পরেই রাজ্য জয়েন্টের রেজাল্ট, কবে? কখন র্যাঙ্ক কার্ড পাবেন?
কবে উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে?
বুধবার উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হলেও মার্কশিট এবং সার্টিফিকেটের জন্য সপ্তাহখানেকের মতো অপেক্ষা করতে হবে পড়ুয়াদের। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, আগামী ৩১ মে সংসদের ক্যাম্প অফিস থেকে স্কুলের প্রতিনিধিদের হাতে উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হবে। তারপর পড়ুয়ারা হাতে পাবেন উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)