বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > WB HS Result 2023: আগামিকাল উচ্চমাধ্যমিকের রেজাল্ট, কখন, কোথায় ও কীভাবে? সব তথ্য জানুন এক ক্লিকে

WB HS Result 2023: আগামিকাল উচ্চমাধ্যমিকের রেজাল্ট, কখন, কোথায় ও কীভাবে? সব তথ্য জানুন এক ক্লিকে

বুধবার উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

বুধবার উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে। এবার মাত্র ৫৭ দিনের মাথায় উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র ওয়েবসাইট bangla.hindustantimes.com থেকেও উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে।

আগামিকাল (বুধবার) প্রকাশিত হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, বুধবার বেলা ১২ টায় আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করা হবে। তারপর অনলাইনে রেজাল্ট দেখার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। বেলা ১২ টা ৩০ মিনিট থেকেই অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in-তে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন পড়ুয়ারা। সেইসঙ্গে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র ওয়েবসাইট bangla.hindustantimes.com থেকেও উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে। যেখানে পড়ুয়াদের প্রতিটি বিষয়ের নম্বর (থিওরি এবং প্র্যাকটিকাল), প্রাপ্ত গ্রেড, পার্সেন্টইল, মোট নম্বর-সহ যাবতীয় তথ্য থাকবে।

হিন্দুস্তান টাইমস বাংলার ওয়েবসাইটে কীভাবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে হবে?

১) ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র ওয়েবসাইট bangla.hindustantimes.com-তে আসতে হবে।

২) হোমপেজে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত লিঙ্ক থাকবে (বুধবার সক্রিয় হবে সেই লিঙ্ক)। তাতে লেখা থাকবে - ‘উচ্চমাধ্যমিকের রেজাল্ট (WB Class 12th Results)’।

৩) সেখানে রোল নম্বর দেওয়ার জায়গা থাকবে। ওখানে ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর রোল নম্বর দিতে হবে। তারপর যে ‘ক্লিক করুন’ বাটন আছে, তাতে ক্লিক করতে হবে পড়ুয়াদের।

৪) স্ক্রিনে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে। তা ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রেখে দিন।

হিন্দুস্তান টাইমস বাংলার ওয়েবসাইট থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখার ডিরেক্ট লিঙ্ক - ক্লিক করুন এখানে

এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ ২০২৩ সালে যাঁরা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, তাঁদের এটাই জীবনের প্রথম বড় পরীক্ষা হতে চলেছে। করোনাভাইরাস মহামারীর কারণে তাঁরা ২০২১ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে পারেনি। বিশেষ মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে তাঁদের মাধ্যমিকের নম্বর দেওয়া হয়েছিল। পাস করেছিল ১০০ শতাংশ পড়ুয়া। সেই পরিস্থিতিতে এবার উচ্চমাধ্যমিকে পাসের হার কত থাকে, সেদিকে শিক্ষা মহলের বাড়তি নজর আছে।

আরও পড়ুন: HS Results 2023: উচ্চমাধ্যমিকের রেজাল্টের ক্ষেত্রে এবার জোড়া পরিবর্তন, বড় সিদ্ধান্ত সংসদের

উচ্চমাধ্যমিকে পাশের হার (শেষ ১৫ বছর)

১) ২০০৮ সাল: ৮০.৩৮ শতাংশ।

২) ২০০৯ সাল: ৮২.০৮ শতাংশ।

৩) ২০১০ সাল: ৮০.৭৮ শতাংশ।

৪) ২০১১ সাল: ৭৬.৫৪ শতাংশ।

৫) ২০১২ সাল: ৭৭.৮৮ শতাংশ।

৬) ২০১৩ সাল: ৭৭.৩৫ শতাংশ।

৭) ২০১৪ সাল: ৭৮.৪২ শতাংশ।

৮) ২০১৫ সাল: ৮২.৩৮ শতাংশ।

৯) ২০১৬ সাল: ৮৩.৬৫ শতাংশ।

১০) ২০১৭ সাল: ৮৪.২ শতাংশ।

১১) ২০১৮ সাল: ৮৩.৭৫ শতাংশ।

১২) ২০১৯ সাল: ৮৬.২৯ শতাংশ।

১৩) ২০২০ সাল: ৯০.১৩ শতাংশ।

১৪) ২০২১ সাল: ১০০ শতাংশ।

১৫) ২০২২ সাল: ৮৮.৪৪ শতাংশ।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন