মাধ্যমিকের ফলঘোষণা করতে সাংবাদিক বৈঠক করছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। মাধ্যমিককেই জীবনের প্রথম বড় পরীক্ষা বলে উল্লেখ করা হয়। তাই এই ফলাফল পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলতি বছর মাধ্যমিক শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। শেষ হয় ১২ফেব্রুয়ারি। পরীক্ষার ৮০ দিনের মধ্যে এবার ফল প্রকাশিত হল। এবারও ‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় ফল দেখতে পারবেন পড়ুয়ারা। মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে।
২০২৫ সালের মাধ্যমিক নিয়ে চরম বিভ্রান্তি
গত ১২ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন যে ২০২৫-এ ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাধ্যমিক পরীক্ষা, শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। যদিও এদিন পর্ষদ সভাপতি জানিয়েছেন যে শিক্ষামন্ত্রী যা জানিয়েছেন তা সম্ভাব্য তারিখ। এখনও দিনক্ষণ নিয়ে চূড়ান্ত কিছু স্থির করা হয়নি। পরে চূড়ান্ত হলে তা জানানো হবে।
মাধ্যমিক পাশ করা পড়ুয়াদের শুভেচ্ছা মমতার
মাধ্যমিক নিয়ে পড়ুয়াদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও জানাই আমার অভিনন্দন। তোমাদের আগামী দিনগুলি সাফল্যমন্ডিত হোক, এই প্রার্থনা করি।’
সপ্তম স্থানে কারা?
সপ্তম স্থানে আছে - কোচবিহারে আসিফ কামাল, মাথাভাঙা হাইস্কুল। দক্ষিণ দিনাজপুরের আবৃত্তি ঘটক। বালুরঘাট গার্লস হাই স্কুল অর্পিতা ঘোষ, বালুরঘাট গার্লস হাই স্কুলেরই সাত্যদা দে। বীরভূমের আরত্রিক শ, সরোজিনী দেবী শিশু মন্দির। পূর্ব মেদিনীপুরের সুপম কুমার রায়, জ্ঞানদীপ বিদ্যাপীঠ হাইস্কুল। পূর্ব মেদিনীপুরের কৌস্তভ মল, বিবেকানন্দ মিশন আশ্রম হাইস্কুল। আলেখ্য মাইতি, দক্ষিণ ২৪ পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। পূর্ব বর্ধমানের ইন্দ্রানী চক্রবর্তী, বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস। দেবজ্যোতি ভট্টাচার্য, বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল।
মাধ্যমিকে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ কারা?
এবার মাধ্যমিকে চতুর্থ হয়েছে তপোজ্যোতি মণ্ডল, হুগলি কামারপুকুর রামকৃ্ষ্ণ মিশন। পঞ্চম হয়েছেন অর্ঘ্যদীপ বসাক, পারুলডাঙা নসরতপুর হাইস্কুল, পূর্ব বর্ধমান। ষষ্ঠ হয়েছেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের কৃষাণু সাহা, মালদার মোহামপুর এইচএসএসবি হাইস্কুলের মহম্মদ সাহারুদ্দিন আলি, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কলেজিয়েট স্কুলের কৌস্তভ সাহু। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্য়াল অলিভ গায়েন।
সকালে উঠতে দেরি হয় মাধ্যমিকে দ্বিতীয় স্থানে থাকা সাম্যপ্রিয়র
মাধ্যমিকে দ্বিতীয় স্থানে থাকা পুরুলিয়ার সাম্যপ্রিয় গুরু পরবর্তীতে ডাক্তার হতে চায় বলে জানিয়েছে সংবাদমাধ্যমকে। পরীক্ষার আগে রাত জেগে পড়ত সে। সকালে ঘুম থেকে উঠতে তার দেরি হয় বলে জানিয়েছে সাম্যপ্রিয়।
দিনে কতক্ষণ পড়ত প্রথম স্থানে থাকা চন্দ্রচূড় সেন?
সারা দিনে কোনও নির্দিষ্ট সময়ের জন্য পড়াশোনা করত না বলে জানিয়েছে চন্দ্রচূড়। তার কথায়, যখন পড়াশোনা করতে ইচ্ছে করত তখনই সে পড়ত। ৪০ মিনিটের মতো পড়াশোনা করে কিছুক্ষণের জন্য ব্রেক নিয়ে নিত সে।
ব্রেক দিয়ে পড়াশোনা করার পরামর্শ প্রথম স্থানে থাকা চন্দ্রচূড়ের
মাঝে মাঝে ব্রেক দিয়ে পড়াশোনা করার পরামর্শ মাধ্যমিকে প্রথম চন্দ্রচূড় সেন। মাধ্যমিকে প্রথম কোচবিহারের এই পড়ুয়া নিজে ৪০ মিনিট পড়াশোনা করে ৫-১০ মিনিট করে ব্রেক নিত বলে জানিয়েছে। পাশাপাশি লিখে লিখে পড়াশোনা করত বলে জানায় চন্দ্রচূড়।
ডাক্তার হতে চায় প্রথম স্থানে থাকা চন্দ্রচূড়
প্রথম স্থানে থাকা চন্দ্রচূড় সেন ডাক্তার হতে চায়। পড়াশোনা ছাড়াও গানবাজনা, সাহিত্য চর্চা নিয়ে আগ্রহী চন্দ্রচূড়।
প্রথম হয়েছে কে?
প্রথম হয়েছে কোচবিহারের রামভোলা হাইস্কুলের চন্দ্রচূড় সেন। সে পেয়েছে ৬৯৩। ৯৯শতাংশ। দ্বিতীয় পুরুলিয়ার সাম্যপ্রিয় গুরু। সে পেয়েছে ৬৯২ মার্কস। তৃতীয় হয়েছে তিনজন - দক্ষিণ দিনাজপুরের উদয়ন প্রসাদ (বালুরঘাট হাই স্কুল), বীরভূমের পুষ্পিতা বাঁশুরি, দক্ষিণ ২৪ পরগনার নৈনিত রঞ্জন পাল (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন)। তারা পেয়েছে ৬৯১।
‘ডবল এ’ পেয়েছেন কতজন?
১ লক্ষ ১৮ হাজার ৪১১ হাজার এবারে ৬০ শতাংশের বেশি মার্কস পেয়েছেন মাধ্যমিক পীক্ষায়। ১২.৯৮ শতাংশ। এদিকে ১.০৯ শতাংশ পড়ুয়া ‘ডবল এ’ পেয়েছে এবারের পরীক্ষায়।
কলকাতা থেকে মাত্র ১ জন স্থান পেয়েছেন মেধাতালিকায়
এবারের মেধাতালিকায় আছেন ৫৭ জন। দক্ষিণ ২৪ পরগনার ৮ জন, দক্ষিণ দিনাজপুরের ৭ জন, পূর্ব বর্ধমানের ৭ জন, পূর্ব মেদিনীপুরের ৭ জন, বাঁকুড়ার ৪ জন, বীরভূমের ৩ জন, উত্তর ২৪ পরগনার ২ জন, হাওড়ার ১ জন, মালদহের ৪ জন, পশ্চিম মেদিনীপুরের ৪ জন, কোচবিহারের ২ জন, হুগলি থেকে ২ জন, নদিয়ার ২ জন, হাওড়ার ১ জন, ঝাড়গ্রামের ১ জন, কলকাতার ১ জন, পুরুলিয়ার ১ জন, উত্তর দিনাজপুরের ১ জন আছে এবারের মেধাতালিকায়।
শীর্ষস্থান হাতছাড়া পূর্ব মেদিনীপুরের
এবারে কালিম্পঙে পাশের হার ৯৬ শতাংশ। এবার দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। সার্বিক ভাবে রাজ্যে মাধ্যমিকে পাশের হার ৮৬.৩১ শতাংশ।
কতজন পাশ করেছেন এবারের মাধ্যমিক পরীক্ষা?
মাধ্যমিকের ফলঘোষণা করতে সাংবাদিক বৈঠক করছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এবারে ৭ লাখ ৬৫ হাজার ২৫২ পরীক্ষার্থী এবার পাশ করেছেন পরীক্ষায়।
৮০ দিন পর আজ ফল প্রকাশ হবে মাধ্যমিকের
পরীক্ষা শেষ হওয়ার ৮০ দিন পর আজ ফল প্রকাশ হবে মাধ্যমিকের। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯,২৩,০১৩ জন। এর মধ্যে ৩,৯৬,২৭৬ জন ছাত্র এবং ৪,৭৯,৮৩৭ জন ছাত্রী।
কীভাবে অনলাইনে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখতে হবে?
সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে wbbse.wb.gov.in এবং wbresults.nic.in -র পাশাপাশি ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবে পড়ুয়ারা। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় এসে হোমপেজেই ‘পরীক্ষার রেজাল্ট’ বিকল্পটি বেছে নিতে হবে। মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য তাতে ক্লিক করতে হবে। এরপর নয়া একটি পেজ চলে আসবে। সেখানে মাধ্যমিক রেজাল্ট দেখার লিঙ্ক থাকবে। মাধ্যমিকের ফলাফল দেখতে '10th Board Results'-তে ক্লিক করতে হবে। নতুন যে পেজ খুলবে, তাতে রোল নম্বর এবং জন্মতারিখ দেওয়ার জায়গা থাকবে। সেখানে রোল নম্বর এবং জন্মতারিখ দিয়ে ‘Submit’ করতে হবে। তাহলেই স্ক্রিনে মাধ্যমিকের রেজাল্ট দেখাবে।
গতবারের ‘টপার’ কোন জেলা?
জেলাভিত্তিক পাশের হারের নিরিখে ২০২৩ সালে শীর্ষে ছিল সেই পূর্ব মেদিনীপুর। গতবার এই জেলায় পাশের হার ছিল ৯৬.৮১ শতাংশ। আর গতবা তিনে ছিল কলকাতা। পাশের হার ছিল ৯৩.৭৫ শতাংশ।
পরীক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ হিন্দুস্তান টাইমস বাংলায়
পরীক্ষার্থীরা যাতে একেবারে সঙ্গে-সঙ্গে মাধ্যমিকের রেজাল্ট দেখতে পান, সেজন্য বিশেষ উদ্যোগ নিয়েছে হিন্দুস্তান টাইমস বাংলা। পড়ুয়ারা আগেভাগেই হিন্দুস্তান টাইমস বাংলায় নিজেদের নাম রেজিস্টার করে রাখতে পারবে। সেই কাজটা করে রাখলে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হওয়ার সঙ্গে-সঙ্গে সংশ্লিষ্ট ফোন নম্বর এবং ইমেল আইডিতে অ্যালার্ট পৌঁছে যাবে। আর হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরে মাধ্যমিকের রেজাল্ট জেনে যাবে পড়ুয়ারা। এখানে ক্লিক করে রেজিস্টার করুন
HT বাংলায় প্রকাশিত হবে মাধ্যমিকের ফল
আজ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে যে সাংবাদিক বৈঠক করে বৃহস্পতিবার সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফলপ্রকাশ করা হতে চলেছে। তারপর সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে ওয়েবসাইটে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। গত দু'বছরের মতো এবারও হিন্দুস্তান টাইমস বাংলায় দেখা যাবে মাধ্যমিকের রেজাল্ট।
৮ মহকুমায় বদল হয়েছে শিবির
এবার লোকসভা নির্বাচনের কারণে আটটি মহকুমায় শিবির পরিবর্তন করা হয়েছে। কালিম্পং (কালিম্পং কুমুদিনি হোমস), মালদা (মালদা উমেশচন্দ্র বাস্তুহারা বিদ্যালয়), মুর্শিদাবাদ (বহরমপুর মহারানি কাশীশ্বরী গার্লস হাইস্কুল), চন্দননগর (চন্দননগর কানাইলাল বিদ্যামন্দির), বোলপুর (বোলপুর বিবেকানন্দ বিদ্যাপীঠ), রামপুরহাট (রামপুরহাট ডক্টর শরদিন্দু মজুমদার বিদ্যানিকেতন), হাওড়া সদর (জগাছা হাইস্কুল), কাকদ্বীপের (কাকদ্বীপ জ্ঞানদাময়ী বিদ্যাপীঠ) ক্যাম্প অফিস বদলেছে।
কখন বিরণ করা হবে মার্কশিট?
সকাল ১০ টা থেকে পর্ষদের নির্ধারিত বিভিন্ন ক্য়াম্প অফিস থেকে মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ করা হবে। স্কুলের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হবে মার্কশিট এবং সার্টিফিকেট।
২০১০ থেকে মাধ্যমিকে পাশের হার
২০১০ সালে মাধ্যমিকে পাশের হার ছিল ৮১.৭৮ শতাংশ। ২০১১ সালে মাধ্যমিকে পাশের হার ছিল ৮০.৫৭ শতাংশ। ২০১২ সালে মাধ্যমিকে পাশের হার ছিল ৮১.০৬ শতাংশ। ২০১৩ সালে মাধ্যমিকে পাশের হার ছিল ৮১.৮১ শতাংশ। ২০১৪ সালে মাধ্যমিকে পাশের হার ছিল ৮২.২৪ শতাংশ। ২০১৫ সালে মাধ্যমিকে পাশের হার ছিল ৮২.৬৬ শতংশ। ২০১৬ সালে মাধ্যমিকে পাশের হার ছিল ৮৫.৭৪ শতাংশ। ২০১৭ সালে মাধ্যমিকে পাশের হার ছিল ৮৫.৬৫ শতাংশ। ২০১৮ সালে মাধ্যমিকে পাশের হার ছিল ৮৫.৪৯ শতাংশ। ২০১৯ সালে মাধ্যমিকে পাশের হার ছিল ৮৬.০৭ শতাংশ। ২০২০ সালে মাধ্যমিকে পাশের হার ছিল ৮৬.৩৪ শতাংশ। ২০২১ সালে মাধ্যমিকে পাশের হার ছিল ১০০ শতাংশ। ২০২২ সালে মাধ্যমিকে পাশের হার ছিল ৮৬.৬ শতাংশ। ২০২৩ সালে মাধ্যমিকে পাশের হার ছিল ৮৬.১৫ শতাংশ।
সবার আগে ফল দেখতে রেজিস্টার করুন এখানে
৯ টা ৪৫ মিনিট থেকে তো অনলাইনে মাধ্যমিকের ফলাফল দেখা যাবে। আর একেবারে আগে রেজাল্ট দেখতে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় রেজিস্টার করে রাখতে পারবে পড়ুয়ারা। নিজের নাম, রোল নম্বর, মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে রেজিস্টার করে রাখলে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হলেই অ্যালার্ট চলে যাবে ফোন এবং ইমেল আইডিতে। হিন্দুস্তান টাইমস বাংলায় রেজিস্টার করতে ক্লিক করুন এখানে – এখানে ক্লিক করুন।
‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় দেখুন মাধ্যমিকের ফল
‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় এসে হোমপেজেই ‘পরীক্ষার রেজাল্ট’ বিকল্পটি বেছে নিতে হবে। মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য তাতে ক্লিক করতে হবে। এরপর নয়া একটি পেজ চলে আসবে। সেখানে মাধ্যমিক রেজাল্ট দেখার লিঙ্ক থাকবে। মাধ্যমিকের ফলাফল দেখতে '10th Board Results'-তে ক্লিক করতে হবে। নতুন যে পেজ খুলবে, তাতে রোল নম্বর এবং জন্মতারিখ দেওয়ার জায়গা থাকবে। সেখানে রোল নম্বর এবং জন্মতারিখ দিয়ে ‘Submit’ করতে হবে। তাহলেই স্ক্রিনে মাধ্যমিকের রেজাল্ট দেখাবে।
অনলাইনে কখন থেকে দেখা যাবে মাধ্যমিকের ফল
সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে wbbse.wb.gov.in এবং wbresults.nic.in -র পাশাপাশি ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবে পড়ুয়ারা।
আজ ফল প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার
আজ সকাল ৯ টায় সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের ফল ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ। তবে নিজের ফলাফল জানার জন্য সকাল ৯ টা ৪৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে পড়ুয়াদের। তখন থেকে ওয়েবসাইটে মাধ্যমিকের ফলাফল দেখা যাবে।