আগামী বছর প্রাথমিক স্কুলে গরমের ছুটি দেওয়া হল নয়দিন। পুজোয় ২৫ দিন ছুটি দেওয়া হল। মঙ্গলবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে ২০২৫ সালের যে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে জানানো হয়েছে, রবিবার বাদে গরমের ছুটি নয়দিন থাকবে। ২ মে থেকে গরমের ছুটি শুরু হবে। চলবে ১২ মে পর্যন্ত। যদিও গত কয়েক বছরে যেরকম মারাত্মক গরম পড়েছে, তাতে গরমের ছুটি বাড়িয়ে থাকে রাজ্য সরকার। এবারও সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। অন্যদিকে পুজোয় ছুটি শুরু হবে ২৬ সেপ্টেম্বর থেকে। দুর্গাপুজো, কোজাগরী লক্ষ্মীপুজো, কালীপুজো এবং ভাইফোঁটা মিলিয়ে মোট ২৫ দিন ছুটি থাকবে (রবিবার বাদ দিয়ে)।
গরম ও পুজোর ছুটির ভাগ্য অন্যরকম হল
অর্থাৎ খাতায়কলমে বছরে যে দুটি সবথেকে বড় ছুটি থাকে, তার ক্ষেত্রে একেবারে উলটো পরিণতি হল। ২০২৪ সালের ছুটির তালিকায় গ্রীষ্মাবকাশের দিন সংখ্যা ছিল ১৯ (রবিবার বাদে)। এবার সেটা কমে দাঁড়ায় নয়। অন্যদিকে, রবিবার বাদে দুর্গাপুজো, কোজাগরী লক্ষ্মীপুজো, কালীপুজো এবং ভাইফোঁটা মিলিয়ে ২০২৪ সালে মোট ১৫ দিন ছুটি ছিল। কোজাগরী লক্ষ্মীপুজোর পরে স্কুল খুলেছিল। তারপর ফের কালীপুজোর ছুটি পড়েছিল। এবার পুজোয় একেবারে একটানা ২৫ দিন ছুটি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Austerity in schools: অহেতুক খরচ নয়, স্কুলগুলিকে সতর্ক করল শিক্ষা দফতর, জারি ২৩ দফার গাইডলাইন
শিক্ষকরা কী বলছেন?
বিষয়টি নিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেছেন, ‘পূজাবকাশে প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে আর হাইস্কুল বন্ধ থাকবে- এই বৈষম্য বন্ধের দাবি আমরা বহুবার তুলে ধরেছিলাম। আজ প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকায় সেই মান্যতা পেয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের তালিকায় যেন সেই অসংগতি দূর করা হয়, সে দাবিও তুলে ধরেছি। আশা করছি যে সেটাও দূর হবে।’
সেইসঙ্গে মারাত্মক গরমের জন্য যে বাড়তি ছুটি দেওয়া হয়, সেটা নিয়েও বিকল্প প্রস্তাব দিয়েছেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক। তিনি বলেছেন, ‘গরমে লম্বা ছুটি না দিয়ে মর্নিং স্কুল চালু করার দিকে যেতে হবে শিক্ষা দফতরকে।’
২০২৫ সালে প্রাথমিক স্কুলে ছুটির তালিকা
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, ২০২৫ সালে প্রাথমিক স্কুলে মোট ৬৫ দিন ছুটি থাকছে। ১ জানুয়ারি থেকে ১৫ এপ্রিলের মধ্যে ছুটির সংখ্যা হল ১৪। দ্বিতীয় পর্যায়েও (১৬ এপ্রিল থেকে ৭ অগস্ট) ১৪ দিন স্কুল ছুটি থাকবে। যে তালিকায় গরমের ছুটিও আছে। ৮ অগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩৭ দিন ছুটি দেওয়া হয়েছে। তার মধ্যে ২৫ দিনই ছুটি থাকছে পুজোর জন্য।
উল্লেখ্য, ২০২৪ সালের তালিকায় ছুটির সংখ্যা ছিল ৬৫ দিন। তবে ছুটির বিভাজনটা অন্যরকম ছিল। প্রথম পর্যায়ে ১৬ দিন, দ্বিতীয় পর্যায়ে ২৩ দিন এবং তৃতীয় পর্যায়ে ২৬ দিন ছুটি দেওয়া হয়েছিল।