মুর্শিদাবাদের সুতির গোঠা এআর স্কুলে বেআইনি নিয়োগের ঘটনায় মূল অভিযুক্ত অনিমেশ তিওয়ারিকে গ্রেফতার করল সিআইডি। এই ঘটনায় আগেই গ্রেফতার হয়েছেন অনিমেশের বাবা তথা ওই স্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারিসহ ৪ জনকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। তবে অনিমেশ আত্মগোপন করে ছিলেন। শুক্রবার তাঁকে গ্রেফতার করে সিআইডি।
করোনার লকডাউন চলাকালীন ছেলেকে বেআইনিভাবে নিজের স্কুলে নিয়োগ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে আশিসবাবুর বিরুদ্ধে। জেলা বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে বোঝাপড়া করে তিনি এই কাজ করেন বলে অভিযোগ। তদন্তে নেমে আশিসবাবুকে ছাড়াও মুর্শিদাবাদের প্রাক্তন জেলা বিদ্যালয় পরিদর্শক পূরবী দে ও দফতরের আরও ২ কর্মীকে গ্রেফতার করে সিআইডি। তবে অনিমেশের খোঁজ পাচ্ছিল না তারা।
এই ঘটনার তদন্তভার সিআইডিকে দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সঙ্গে অনিমেশের স্কুলে প্রবেশে নিষেধাজ্ঞাও জারি করেন তিনি। প্রশ্ন তোলেন তৎকালীন জেলা বিদ্যালয় পরিদর্শকের ভূমিকা নিয়ে।
তদন্তে উঠে এসেছে অন্য এক ব্যক্তির নিয়োগপত্র জাল করেছে ছেলেকে নিজের স্কুলে নিয়োগ করেন আশিসবাবু। শূন্যপদ না থাকলেও কারচুুপি করে ছেলেকে নিয়োগ করেন তিনি। এই ঘটনায় অনিমেশকে জেরা করে আর কারা যুক্ত তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।