বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > WB Uchha Madhyamik Merit List: প্রথম দশে এবার স্থান পেয়েছেন ৮৭, একনজরে উচ্চমাধ্যমিকের মেধাতালিকা

WB Uchha Madhyamik Merit List: প্রথম দশে এবার স্থান পেয়েছেন ৮৭, একনজরে উচ্চমাধ্যমিকের মেধাতালিকা

এবারে উচ্চমাধ্যমিকে প্রথম দশে স্থান পেয়েছেন ৮৭ জন। (Ashok Munjani)

এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে স্থান পেয়েছেন ৮৭ জন। এর মধ্যে হুগলি জেলার ১৮ জন রয়েছেন। এই জেলা থেকেই এবার সর্বাধিক পড়ুয়া স্থান পেয়েছেন প্রথম দশে। এবছর ৪৯৬ নম্বর পেয়ে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার। 

এবছর ৮৯.২৫ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছেন উচ্চমাধ্যমিক পরীক্ষায়। ২০২১ সালে মাধ্যমিক পরীক্ষা হয়নি কোভিডের কারণে। তাই এবারের উচ্চমাধ্যমিকে বসা পড়ুয়ারা জীবনের প্রথম বড় পরীক্ষায় বসেছিলেন। আর এবার সেই পরীক্ষায় প্রথম দশে স্থান পেয়েছেন ৮৭ জন। এর মধ্যে হুগলি জেলার ১৮ জন রয়েছেন। এই জেলা থেকেই এবার সর্বাধিক পড়ুয়া স্থান পেয়েছেন প্রথম দশে। এবছর ৪৯৬ নম্বর পেয়ে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার। দ্বিতীয় স্থানে আছেন বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের সুষমা খাঁ এবং রামকৃষ্ণপুর প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল হাই স্কুলের আবু সামা। তাঁরা পেয়েছেন ৪৯৫ নম্বর। এছাড়া তৃতীয় স্থানে রয়েছেন চারজন। তাঁরা হলেন - তমলুক হ্যামিল্টন হাই স্কুলের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাট ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনুসূয়া সাহা, কামাখ্যাগুড়ি গার্লস হাই স্কুলের পিয়ালি দাস এবং বালুরঘাট ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের শ্রেয়া মল্লিক। এই চার পড়ুয়ার প্রাপ্ত নম্বর হল ৪৯৪।

এদিকে চতুর্থ স্থানে ৮৯৩ নম্বর পেয়ে আছেন দাঙ্গারহাট হাই স্কুলের শ্রীজিতা বসাক, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ইছাপুর হাই স্কুলের প্রেরণা পাল। এদিকে ৪৯২ নম্বর পেয়ে পঞ্চম হয়েছেন বাজারপুর রামকৃষ্ণ হাই স্কুলের দিপ্তার্ঘ দাস, কাপসিত হাই স্কুলের কৌস্তভ কুন্ডু, নব নালন্দা শান্তিনিকেতন এইচএস স্কুলের ঋষিতা সিনহা মহাপাত্র, নাপাড়া হাই স্কুলের অঙ্কিতা গড়াই এবং বাজার বনকাপাশি এসএম হাই স্কুলের অনন্যা সামন্ত। ৪৯১ পেয়ে ষষ্ঠ স্থানে আছেন কোচবিহারের জেনকিনস স্কুলের চয়ন বর্মন, বৈরাটিগুড়ি হাইস্কুলের অঙ্কর রায়, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অর্কদীপ ঘড়া, রাজনগর বিশ্বম্ভর হাইস্কুলের তমালকান্তি দাস, পরামনন্দপুর জগন্নাথ ইন্সটিটিউশনের সোমায়ন জানা, দ্বারহাটা রাজেশ্বরী ইন্সটিটিউশন, সোহম চট্টোপাধ্যায়, হিন্দমোটর হাইস্কুলের রূপসা উপাধ্যায়, বাঁকুড়ার সিমলাপাল মদনমোহন হাইস্কুলের অদিতি মোহান্তি, মাতগোডা হাইস্কুলের সুপর্ণা মাহাতো, দার্জিলিং নেতাজি গার্লস হাইস্কুলের উৎসা কুণ্ডু, চাকদা বসন্তকুমারী বিদ্যাপীঠের সৌমিলি মণ্ডল এবং কামাখ্যাগুড়ি গার্লস হাইস্কুলের সহেলি আহমেদ।

৪৯০ নম্বর পেয়ে সপ্তম হয়েছেন এমসি ইউলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের সন্দীপ ঘোষ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের বিতান শাসমল, অর্ক ঘোষ, অভিরূপ পাল, রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাইস্কুলের দেবর্ষি বসাক, যাদবপুর বিদ্যাপীঠের সৃজা উপাধ্যায়, রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনের সুমিত মুখোপাধ্যায়, বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের রূপঙ্কর ঘটক, কাপশিত হাইস্কুলের কৌশিকী কুণ্ডু, চুঁচুড়া দেশবন্ধু মেমোরিয়াল হাইস্কুলের সৌজাত্য মুখোপাধ্যায়, জনাই ট্রেনিং হাইস্কুলের শরণ্য ঘোষ, সিমলাপাল মদনমোহন হাইস্কুলের অর্ণব পতি, বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুলের অস্মিতা পাল, বীরভূম জেলা হাইস্কুলের অভিরূপ পাল। ৪৮৯ নম্বর পেয়ে নবম হয়েছেন নেবাধাই বালিকা বিদ্যালয়ের শ্রীতমা মিস্ত্রি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৈয়দ সাকলাইন কবির, পাথফাইন্ডার এইচএস পাবলিক স্কুলের সায়ন প্রধান, কোকন্দ কালিকা শিক্ষা সদনের আত্রেয়ী সাহানা, দৈনহাট হাইস্কুলের সংযুক্তা বিশ্বাস, কৃষ্ণা ভবানী নারী শিক্ষা মন্দিরের শ্রেষ্ঠা অধিকারী, পান্ডুয়া শশীভূষণ সাহা হাইস্কুলের সন্দীপ ভট্টাচার্য, কৃষ্ণা ভবানী নারী শিক্ষা মন্দিরের আদিত্য সিনহা, রাজবলহাট গার্লস হাইস্কুলের ইশিকা শিল, শিলিগুড়ি গার্লস হাইস্কুলের সিরিন আলম, বালুরঘাট হাইস্কুলের সপ্তক দাস।

৪৮৮ পেয়ে এবছর নবম স্থানে আছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সায়ন সাহা, অর্কপ্রতীম দে, বাল্য গার্লস হাইস্কুলের দেবাঙ্গনা দাস, মেখলিগঞ্জ হায়ার সেকেন্ডারি স্কুলের প্রণব বর্মণ, ধূলিয়াপুর পল্লিশ্রী বানি মন্দিরের বৃষ্টি মাইতি, প্রেমেরডাঙা দেওয়ান বর্মণ হাইস্কুলের আমজাদ হোসেন, কলকাতার নব নালন্দা হাইস্কুলের অর্ক দাস, রাজনগর বিশ্বম্ভর হাইস্কুলের পবিত্র মাইতি, দাসপুর বিবেকানন্দ হাইস্কুলের তুহিন রঞ্জন অধিকারী, হাটবসন্তপুর হরপার্বতী ইন্সটিটিউশনের তৃষিতা কর্মকার, মাকলা দেবেশ্বরী বিদ্যানিকেতনের এথেনা বসু, মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের সুপ্রভাত ঘোষ, বদনগঞ্জ হাইস্কুলের সুজিত পাল, সেলিমবাগ হাইস্কুলের মোনালিসা পাল, মেমারি ভিএম ইন্সটিটিউশনের অপূর্ব মণ্ডল, বিদ্যাপুর রাজ রাজেশ্বরী বালিকা বিদ্যালয়ের সায়ন্তনী দে, বদনগঞ্জ হাইস্কুলের সুজিত কয়াল, কালনা মহিষ মর্দিনী গার্লস হাইস্কুলের সৌরশ্মী দাস, ইসলামপুর গার্লস হাইস্কুলের প্রত্যুষা দাম।

৪৮৭ নম্বর পেয়ে দশম স্থানে রয়েছেন ১৭ জন। তাঁরা হলেন - স্প্রিংডেল হাইস্কুলের আর্য নন্দী, সুনীতি অ্যাকাডেমির স্বাগতা চক্রবর্তী, কালিয়াগঞ্জ সরলা সুন্দরী হাইস্কুলের পুষ্পিতা মোদক, সুনীতি বিড়লা সর্দার গার্লস হাইস্কুলের সময়িতা দাশগুপ্ত, সুচেতনা জানা, নিশীময়ী হাইস্কুলের বিক্রম বর্মণ, কালিন্দি ইউনিয়ন হাইস্কুলের শেখ সইফ উদ্দিন আহমেদ, তাসরলা সারবেরিয়া সনাতন হাইস্কুলের সৌম্যদীপ দত্ত, রামনগর অতুল বিদ্যালয়ের কোয়েল কুণ্ডু, গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়ের অঞ্জুমা দিলরুবা, পাণ্ডুয়া শশীভূষণ সাহা হাইস্কুলের মৃগাঙ্ক সাঁতরা, হাড়মাসরা হাইস্কুলের শেখ আব্দুল রাজ্জাক, বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুলের অগ্নিভ মুখোপাধ্যায়, দত্তপুকুর মহেশ বিদ্যাপীঠের সুদীপ পাল, মহাকালগুড়ি গার্লস হাইস্কুলের মল্লিকা দেবনাথ, মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের সায়ন্তন সরকার এবং বার্লো গার্লস হাইস্কুলের তৃণা পুরকায়স্থ।

বাংলার মুখ খবর

Latest News

আদালত নিয়ে মমতার মন্তব্য, স্বতঃপ্রণোদিত পদক্ষেপ চেয়ে হাইকোর্টে আবেদন বিকাশের টাকার জোয়ার কেউ রুখতে পারবে না! রুচক রাজযোগে ভাগ্যে সোনার চমক ৩ রাশির ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের বিপাকে তামান্না ভাটিয়া ও সঞ্জয় দত্ত, সমন পাঠাল মহারাষ্ট্র পুলিশ, কী অভিযোগ? শিলিগুড়িতে বিয়েবাড়ি থেকে চা বাগানে তুলে নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণ, ধৃত ৫ ‘জীবন একটাই…’, আটকে ৭ লাখের খোরপোশ মামলা, একাধিক বিয়ে নিয়ে জবাব শ্রাবন্তীর CSK-র পরিবেশ অনেক ভালো, MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু মোদী-রাহুল দুজনের বিরুদ্ধেই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ! নড়েচড়ে বসল EC নিতম্বের হাড়ে সমস্যা, বানান ৬ প্যাক অ্যাবস, ফিটনেস জার্নি কেমন ছিল ওয়ারিকুর ভোটের শেষ ঘণ্টাতেও বিস্তা-বিষ্ণু ঠোকাঠুকি, রাজুর নালিশ কমিশনে

Latest IPL News

ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের CSK-র পরিবেশ অনেক ভালো, MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু IPL 2024-‘আমি গিরগিটি নই’, হঠাৎ কেন একথা বললেন আক্রম? ফাঁস করলেন গৌতির কুসংস্কার ইডেনে এসেও বল করলেন না স্টার্ক! পরের ম্যাচে নিজের পুরোনো অস্ত্রকে নামাবেন গৌতি? রাসেলের ওপর ফাটকা খেলে গেমিং অ্যাপ থেকে ১.৫ কোটি টাকা জিতলেন সেভেন পাশ দীপু দিনে ১ টাকারও কমে সব দেখা যাবে Jio Cinema-য়! নয়া ২ প্ল্যান আম্বানিদের, কী আছে? সব CSK ফ্যানের মধ্যে একা দাঁঁড়িয়ে LSG ফ্যান, জয়ের পর আনন্দে লাফ-ভাইরাল ভিডিয়ো বিরাটের কাছে এসে আক্ষেপ কামিন্সের, কোহলি বললেন ‘তুমি দুর্দান্ত’-ভিডিয়ো IPL-এর আচরণবিধি লঙ্ঘন করলেন রসিখ! দিল্লির বোলারকে লাল চোখ দেখালেন ম্যাচ রেফারি পন্তের রুদ্রমূর্তি দেখে অবাক সৌরভ! দেখুন ঋষভ হেলিকপ্টার শট মারতে কী করলেন মহারাজ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.