প্রাথমিক স্কুলে গরমের ছুটি কমেছিল। তবে মাধ্যমিক স্তরের স্কুলে গ্রীষ্মাবকাশ বাড়ল। বুধবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে যে নমুনা ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে জানানো হয়েছে, ২০২৫ সালে গরমের ছুটি থাকবে ১১ দিন (রবিবার বাদে)। যা ২০২৪ সালের খাতায়কলমে ১০ দিন ছিল। যদিও প্রবল গরম পড়লে রাজ্য সরকারের তরফে সাধারণত গরমের ছুটি বাড়ানো হয়। গত কয়েক বছর যেরকম গরম বড়ছে, তাতে ২০২৫ সালেও সেই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে মনে করছেন অনেকে। তারইমধ্যে গতবারের মতো ২০২৫ সালেও পুজোয় ২৫ দিন ছুটি দেওয়া হয়েছে (রবিবার বাদে)।
নমুনা ছুটির তালিকায় হতাশ শিক্ষক মহল
তারইমধ্যে ওই তালিকায় একাধিক এমন ছুটির দিন আছে, যে দিনগুলিতে স্কুলে যেতে বলা হয়েছে। তা নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছে সংশ্লিষ্ট মহল।বিষয়টি নিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘মধ্যশিক্ষা পর্ষদের তরফে ২০২৫ শিক্ষাবর্ষে ছুটির তালিকা প্রকাশিত হল। অথচ স্কুলে উপস্থিত থেকে পালন করার কথা বলা হয়েছে একাধিক ছুটির দিনের ক্ষেত্রে। ওই দিনগুলি ছুটি হিসেবে না ধরে কার্যকরী দিন হিসেবে ঘোষণা করে মর্যাদার সঙ্গে পালন করার দাবি আমরা জানিয়েছিলাম। কিন্তু তা রক্ষিত হল না।’
সার্বিক ছুটির সংখ্যা নিয়েও অসন্তোষ প্রকাশ
পর্ষদের নমুনা ছুটির তালিকা অনুযায়ী, ২০২৫ সালে মোট ৬৫ দিন ছুটি থাকবে। আর সেই বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক বলেছেন, ‘এছাড়া বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে ছুটির দিন সংখ্যা আগের মতো ৮৫-তে ফিরিয়ে আনা হলে বিদ্যালয়গুলি আঞ্চলিক পরিস্থিতি অনুযায়ী গ্রীষ্মের সময় ছুটি দিতে পারত। সারা বছর পড়াশোনার পরিকল্পনা বিঘ্নিত হত না। কিন্তু দেখা যায় যে অপরিকল্পিতভাবে রাজ্য সরকার দীর্ঘসময় ছুটি ঘোষণা করে বিদ্যালয়ে গুলিকে বন্ধ করে দেয়। এতে পঠন-পাঠন অত্যন্ত ব্যাহত হয়। আমরা বাস্তবসম্মত এই দাবি মেনে নেওয়ার আবেদন রাখছি।’
২০২৫ সালে মাধ্যমিক স্কুলে ছুটির তালিকা
২০২৫ সালের ছুটির বিভাজন
১) ২০২৫ সালের জানুয়ারি থেকে এপ্রিল: ১৪ দিন ছুটি থাকবে।
২) ২০২৫ সালের মে থেকে অগস্ট: ১৮ দিন ছুটি দিয়েছে পর্ষদ। যে তালিকায় গরমের ছুটি থাকবে। খাতায়কলমে গরমের ছুটি থাকবে ১২ মে থেকে ২৩ মে পর্যন্ত।
৩) ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর: মোট ৩৩ দিন ছুটি থাকবে। তার মধ্যে পুজোর সময় রবিবারই ২৫ দিন ছুটি থাকবে - ২৬ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর।