উচ্চমাধ্যমিকের কয়েকটি বিষয়ের সিলেবাসে সামান্য রদবদল আনা হয়েছে। অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণিতে সেমেস্টার প্রক্রিয়া চালু হওয়ার জন্য কয়েক মাস আগে যে নয়া সিলেবাস প্রকাশ করা হয়েছিল, তা থেকে পাঠ্যক্রম কিছুটা পরিমার্জন করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। মূলত ভাষা, কলা এবং বাণিজ্য বিভাগের কয়েকটি বিষয়ের সিলেবাস পরিমার্জন করা হয়েছে। বিজ্ঞান বিষয়ের মধ্যে স্ট্যাটিস্টিক এবং বায়োলজিক্যাল সায়েন্সের সিলেবাস কিছুটা পরিবর্তন করেছে সংসদ। কয়েকটি বিষয়ের ক্ষেত্রে কোনও কোনও নতুন অংশ যোগ করা হয়েছে। কোনও কোনও বিষয়ে আবার বাদ পড়েছে পুরনো অংশ।
আর সেই পাঠ্যক্রম পরিমার্জনের বিষয়ে সংসদের তরফে জানানো হয়েছে, বিভিন্ন মহলের পরামর্শে কয়েকটি বিষয়ের সিলেবাস পর্যালোচনা করে দেখানো হয়েছিল। সেটার ভিত্তিতেই সামান্য সিলেবাস পরিবর্তন করা হয়েছে, যাতে পড়ুয়াদের উপর থেকে বাড়তি চাপ কমে যায়। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, উচ্চমাধ্যমিকের যাতে নতুন সেমেস্টার পদ্ধতিতে পড়ুয়াদের সুবিধা হয়, সেটা রেখে পাঠ্যক্রম পরিমার্জন করেছে সংসদ।
কোন কোন বিষয়ের সিলেবাস কিছুটা পরিবর্তন করা হয়েছে?
১) বাংলা এ
২) ইংরেজি এ
৩) ইংরেজি বি
৪) অল্টারনেটিভ ইংলিশ
৫) হিন্দি এ
৬) হিন্দি বি
৭) ইতিহাস
৮) রাষ্ট্রবিজ্ঞান
৯) অ্যাকাউন্টেন্সি
১০) কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন
১১) বিজনেস স্টাডিজ
১২) এডুকেশন
১৩) সায়েন্স অফ ওয়েল-বিয়িং
১৪) স্ট্যাটিস্টিক
১৫) দর্শন (ফিলোজফি)
১৬) পরিবেশ বিদ্যা
১৭) অর্থনীতি
১৮) ভূগোল
১৯) বায়োলজিক্যাল সায়েন্স।
কোন বিষয়ের কী সিলেবাস পরিবর্তন হল? পুরো তালিকা রইল
নয়া সিলেবাস কেমন হল? কী বলছে শিক্ষক মহল?
সেই পরিমার্জিত সিলেবাস নিয়ে মোটের উপরে সন্তোষ প্রকাশ করলেও কিছুটা ধন্দে আছে শিক্ষক মহল। বিষয়টি নিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেছেন, ‘সিলেবাস পরিবর্তনের দাবি জানিয়ে লিখিতভাবে সংসদ সভাপতিকে যে সুপারিশ করেছিলাম, সেগুলির কিছুটা মান্যতা পেয়েছে।’
আরও পড়ুন: NIRF 2024: কোন রাজ্যে সবচেয়ে ভালো কলেজ রয়েছে? শীর্ষে তামিলনাড়ু, বাংলা কত স্থানে জানুন
সেইসঙ্গে তিনি বলেছেন, 'দ্বাদশ শ্রেণির তারা নাটকটি বাতিলের জন্য জোরালো দাবি তুলেছিলাম। সেটি বাতিল করা হয়েছে। বাংলার ক্ষেত্রে টপিক একই রেখে দিয়ে সংক্ষিপ্ত করার কথা বলা হলেও বাস্তবে তা কতটুকু হবে, তা বই প্রকাশিত না হলে বোঝা মুশকিল। ইতিহাসের সিলেবাসের বোঝা কিছুটা কমানো হয়েছে। সামগ্রিকভাবে সেমেস্টার প্রথায় সিলেবাসের বোঝা আরও কমিয়ে ছাত্রছাত্রীদের মনোগ্রাহী করা দরকার ছিল।'