খাতায়কলমে জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা। কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে় মাধ্যমিক পরীক্ষা দিতে না পারায় ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কাছেই এটাই জীবনের প্রথম বড় পরীক্ষা। তাই যেন বুকটা বেশি দুরুদুরু করছে কোনও কোনও পড়ুয়ার। কখন সেই ‘মুহূর্ত’ আসবে, সেটার জন্য তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাঁদের আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। কারণ উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে পাক্কা ৩০ মিনিটে পরে। আর অনলাইনে নিজের ফলাফল দেখতে আরও ৩০ মিনিট অপেক্ষা করতে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের।
বেলা ১২ টায় আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেখানে শুধুমাত্র মেধাতালিকা প্রকাশ করা হবে। অর্থাৎ যে পরীক্ষার্থীরা প্রথম দশে থাকবেন, তাঁদের নাম ঘোষণা এবং প্রাপ্ত নম্বর ঘোষণা করা হবে। বাকি উচ্চমাধ্যমিক পড়ুয়ারা নিজেদের রেজাল্ট জানতে পারবেন বেলা ১২ টা ৩০ মিনিট থেকে। সেইসময় থেকে অনলাইনে রেজাল্ট দেখার প্রক্রিয়া শুরু হবে। অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in-র পাশাপাশি ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র ওয়েবসাইট bangla.hindustantimes.com থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট জানতে পারবেন পড়ুয়ারা।
আরও পড়ুন: WB HS Results 2023 Live Updates: আর কিছুক্ষণে প্রকাশ হবে উচ্চমাধ্যমিকের ফল, দেখুন এখানেই
কীভাবে হিন্দুস্তান টাইমস বাংলা থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন?
১) পড়ুয়াদের ‘হিন্দুস্তান টাইমস বাংলা'-য় (HT Bangla অর্থাৎ bangla.hindustantimes.com) আসতে হবে।
২) কোথাও হাতড়াতে হবে না। হিন্দুস্তান টাইমস বাংলার পেজে ঢুকলেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখার জায়গা পাবেন। শুধু নিজের রোল নম্বর দিতে হবে। সঙ্গে ‘ক্লিক করুন’ বাটনে ক্লিক করতে হবে পড়ুয়াদের। তাহলেই হবে।
৩) উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট স্ক্রিনে দেখাবে। বিষয়ভিত্তিক নম্বর, বিষয়ভিত্তিক গ্রেড, বিষয়ভিত্তিক পার্সেন্টাইল, মোট নম্বর, সার্বিকভাবে গ্রেড এবং সার্বিকভাবে পার্সেন্টাইল দেখতে পাবেন। অর্থাৎ রেজাল্টের যা খুঁটিনাটি তথ্য দরকার, সেটা পেয়ে যাবেন। সেই রেজাল্ট ‘প্রভিশনাল’ হবে। মার্কশিট এবং সার্টিফিকেটের হার্ডকপির জন্য পড়ুয়াদের সপ্তাহখানেক অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
– অনলাইনে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখার ডিরেক্ট লিঙ্ক (HS 2023 Results Direct Link) - ক্লিক করুন এখানে
আরও পড়ুন: WBJEE 2023 Results: উচ্চমাধ্যমিকের পরেই রাজ্য জয়েন্টের রেজাল্ট, কবে? কখন র্যাঙ্ক কার্ড পাবেন?
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)