বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > HS 2023 Admit Card Distribution: দেরিতে দেওয়া হবে উচ্চমাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কবে মিলবে? দেখুন পুরো সূচিও

HS 2023 Admit Card Distribution: দেরিতে দেওয়া হবে উচ্চমাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কবে মিলবে? দেখুন পুরো সূচিও

আগামী ৬ মার্চ উচ্চমাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

HS 2023 Admit Card Distribution: প্রাথমিকভাবে আগামী ১ মার্চ উচ্চমাধ্যমিক ও একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার নথি বিতরণের কথা ছিল। কিন্তু সেদিন মাধ্যমিক পরীক্ষা আছে। তাই উচ্চমাধ্যমিকে অ্যাডমিক কার্ড বিতরণের সময় পিছিয়ে গিয়েছে।

উচ্চমাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণের সময় পিছিয়ে দেওয়া হল। প্রাথমিকভাবে আগামী ১ মার্চ উচ্চমাধ্যমিক ও একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার নথি বিতরণের কথা ছিল। কিন্তু সেদিন মাধ্যমিক পরীক্ষা থাকায় উচ্চমাধ্যমিকের অ্যাডমিট-সহ অন্যান্য নথি বিতরণের সময় পিছিয়ে আগামী ৬ মার্চ করা হয়েছে।

শনিবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, '২০২৩ সালের ১ মার্চ মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষা এবং একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন নথি (অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইত্যাদি) প্রদান করতে যে শিবির হত, তা পিছিয়ে আগামী ৬ মার্চ সকাল ১১ টায় হতে চলেছে।' কোন কোন শিবির বা কেন্দ্র থেকে সেইসব নথি বিতরণ করা হবে, সেই তালিকা আগেই প্রকাশ করা হয়েছে। ওই তালিকার ভিত্তিতে নথি বিতরণ করা হবে বলে জানিয়েছে সংসদ।

আরও পড়ুন: WB HS 2023 Syllabus: আগামী বছর উচ্চমাধ্যমিকের সিলেবাস নিয়ে বড় ঘোষণা সংসদ সভাপতির

২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি (HS Exam 2023 Full Routine)

সংসদের তরফে জানানো হয়েছে, চলতি বছর ১৪ মার্চ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে। চলবে আগামী ২৭ মার্চ। এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার পুরো সূচি দেখে নিন -

১) ১৪ মার্চ: প্রথম ভাষার পরীক্ষা (বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, সাঁওতালি, উর্দু, গুজরাটি, তেলুগু, ওড়িয়া, পঞ্জাবি)

২) ১৬ মার্চ: দ্বিতীয় ভাষার পরীক্ষা (ইংরেজি, বাংলা, অল্টারনেটিভ ইংলিশ, হিন্দি, নেপালি)

৩) ১৭ মার্চ: ভোকেশনাল সাবজেক্ট।

৪) ১৮ মার্চ: বায়োলজিকাল সায়েন্স, বিজনেস স্টাডিজ এবং পলিটিক্যাল সায়েন্স (রাষ্ট্রবিজ্ঞান)।

৫) ২০ মার্চ: অঙ্ক, সাইকোলজি, অ্যানথ্রোপলজি এবং ইতিহাস।

৬) ২১ মার্চ: কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ বিজ্ঞান, শারীরশিক্ষা, মিউজিক এবং ভিজ্যুয়াল আর্ট।

৭) ২২ মার্চ: কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমনারিজ অফ অডিটিং, ফিলোজফি এবং সোশিয়োলজি।

৮) ২৩ মার্চ: ফিজিক্স (পদার্থ বিজ্ঞান), নিউট্রিশন, এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সি।

৯) ২৪ মার্চ: ইকোনমিক্স বা অর্থনীতি।

১০) ২৫ মার্চ: কেমিস্ট্রি (রসায়ন), জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন (সাংবাদিকতা), সংস্কৃত, ফারসি, আরবি এবং ফরাসি।

১১) ২৭ মার্চ: স্ট্যাটিসটিক্স, জিয়োগ্রাফি (ভূগোল), কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট এবং ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন