একাদশ শ্রেণির ফলপ্রকাশ হওয়ার আগেই দ্বাদশের ক্লাস শুরু করার নির্দেশ দেওয়া হল। বৃহস্পতিবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একটি নির্দেশিকায় জানানো হয়েছে, সেমেস্টার প্রথায় যেহেতু হাতে সময় কম থাকে, সেজন্য আগামী এপ্রিলের পয়লা সপ্তাহ থেকে উচ্চমাধ্যমিক স্তরের তৃতীয় সেমেস্টারের (দ্বাদশ শ্রেণি) ক্লাস শুরু করতে হবে। একাদশ শ্রেণির সব পড়ুয়াই প্রাথমিকভাবে তৃতীয় সেমেস্টারের ক্লাস করতে পারবেন। তবে একাদশ শ্রেণির ফলপ্রকাশের পরে যদি দেখা যায় যে কোনও পড়ুয়া উত্তীর্ণ হতে পারেননি, তাহলে তিনি আর তৃতীয় সেমেস্টারের ক্লাস করতে পারবেন না। তাঁকে পুনরায় একাদশ শ্রেণিতে পড়াশোনা করতে হবে। দিতে হবে প্রথম এবং দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা।
সংসদের সিদ্ধান্ত নিয়ে কী বলছেন শিক্ষকরা?
আর সংসদের সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে শিক্ষক মহল। তাঁদের বক্তব্য, সংসদ যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে পড়ুয়াদের মনে বিরূপ প্রভাব পড়তে পারে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেছেন, ‘একাদশ শ্রেণির ফলপ্রকাশের আগেই এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সেমেস্টারের জন্য ক্লাস শুরু করার নোটিশ দিল কাউন্সিল (সংসদ)। পরে যদি দেখা যায় যে কেউ অকৃতকার্য হয়েছে, তাহলে তাকে পুনরায় একাদশ শ্রেণিতে ফিরিয়ে দেওয়া হবে।'
পড়ুয়াদের মনে বিরূপ প্রভাব পড়বে, মত শিক্ষকদের
সেইসঙ্গে তিনি বলেছেন, ‘অকৃতকার্যদের পুনরায় একাদশে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত মনোবিজ্ঞান সম্মত নয়। এতে ছাত্র-ছাত্রীদের উপর বিরূপ প্রভাব পড়বে। আমরা দাবি করছি, ফলপ্রকাশের পর এপ্রিলের তৃতীয় সপ্তাহ থেকে ক্লাস শুরু করা হোক। কারণ তার আগে প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে। খাতা দেখার জন্য সময় লাগবে। দ্রুত ফলপ্রকাশের পর ক্লাস শুরু হওয়া উচিত।’
শুধু তাই নয়, শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক জানিয়েছেন যে এখনও স্কুলে সংসদের বই আসেনি। সেই পরিস্থিতিতে সংসদ থেকে বই আসার পরে ক্লাস নেওয়ার আগে তো শিক্ষকদের প্রস্তুতি নিতে হবে। কারণ এই প্রথমবার দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা হবে সেমেস্টারের ভিত্তিতে। ফলে ব্যাপারটা নতুন সকলের কাছেই। তাঁর কথায়, ‘এখনও পর্যন্ত কাউন্সিলের বই বিদ্যালয়ে এসে পৌঁছায়নি। শিক্ষক মশাইরা সেই বইগুলো কবে পাবেন এবং সেগুলো পড়ে তাঁদেরকে নিজেদের তো তৈরি হতে হবে।’
সেমেস্টার প্রথায় পুরোটাই অচেনা
এমনিতে এবার যে ছাত্র-ছাত্রীরা দ্বাদশ শ্রেণিতে উঠছেন, তাঁরাই প্রথম সেমেস্টার প্রথার আওতায় উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন। তাঁদের আমলেই প্রথম সেমেস্টার প্রথা চালু হয়েছে। যে প্রথার আওতায় একাদশ শ্রেণি এবং দ্বাদশ শ্রেণিতে দুটি করে সেমেস্টার থাকে। আর যেহেতু পুরোটাই প্রথমবার হচ্ছে, তাই ব্যাপারটা একেবারেই নতুন পড়ুয়া এবং শিক্ষকদের কাছে।