আজকেই প্রকাশ হল উত্তমাধ্যমিক পরীক্ষার ফল। এদিন মেধাতালিকা প্রকাস করার সময় সংসদ সভাপতি জানান, প্রথম দশে রয়েছেন মোট ২৭২ জন। এবারের পরীক্ষায় প্রথম হয়েছেন কোচবিহারের দিনহাটা দেবী জৈন হাইস্কুলের অদিশা দেবশর্মা। তিনি ৫০০-র মধ্যে পেয়েছেন ৪৯৮ নম্বর। শতাংশের নিরিখে ৯৯.৬ শতাংশ। দ্বিতীয় হয়েছেন পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী উচ্চ বিদ্যালয়ের সায়নদীপ সামন্ত। পেয়েছেন ৪৯৭ নম্বর। শতাংশের নিরিখে ৯৯.৪ শতাংশ।
এবারের উচ্চমাধ্যমিকে তৃতীয় হয়েছেন চার জন। রোহিত সেন, সোহন দাস, অভীক দাস এবং পরিচয় পারি। এঁদের প্রাপ্ত নম্বর ৪৯৬। এদিকে প্রথম দশের মধ্যে ছাত্রের সংখ্যা ১৪৪ জন। ১২৮ জন ছাত্রী। এদিকে পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী উচ্চ বিদ্যালয়ের অনেক পড়ুয়া এবারে প্রথম দশের মেধাতালিকায় স্থান করে নিয়েছেন। সংসদ সভাপতি নিজে এই স্কুলের প্রশংসা করেন।
সংসদ সভাপতি জানান, এবারে মোট পরীক্ষা দিয়েছেন ৭ লক্ষ ২০ হাজার ৮৬২। মোট পাশ করেছেন ৬ লক্ষ ৩৬ হাজার ৮৭৫। পাশের হার ৮৮.৪৪ শতাংশ। কোনও অসম্পূর্ণ ফল নেই। ৭ জেলায় পড়ুয়াদের পাশের হার ৯০ শতাংশ। তালিকায় শীর্ষে পূর্ব মেদিনীপুর। তাছাড়া তালিকায় আছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, কালিম্পং, বাঁকুড়া।
ফল প্রকাশের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মুখ্য সচিব, প্রিন্সিপাল সেক্রেটারি, পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন সংসদ সভাপতি। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য শুরু করলেন সংবাদ সম্মেলন। সংসদ সভাপতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মুখ্য সচিব, প্রিন্সিপাল সেক্রেটারি, পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন।