বাড়ি থেকে তাড়ানোর অভিযোগে আগেই শাশুড়ি এবং ডব্লিউবিএস অফিসার স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছিলেন স্ত্রী। এবার পাল্টা স্ত্রীর বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্ক আর তার জেরে পরিবারের লোকেদের অত্যাচার ও হুমকির অভিযোগ তুললেন ডব্লিউবিসিএস অফিসার। এই অভিযোগ জানিয়ে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। ঘটনাটি দুর্গাপুরের। ডব্লিউবিসিএস অফিসার নীলাদ্রি মুখোপাধ্যায় অভিযোগ, বধূ নির্যাতনের মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁর কাছ থেকে এক কোটি টাকা আদায় চেষ্টা করেছেন তাঁর স্ত্রী সুতপা মুখোপাধ্যায়। এছাড়াও, বাড়িতে লুটপাট করা হয়েছে।
আরও পড়ুন: মহিলাকে মারধর, চুলের মুঠি ধরে বিবস্ত্র করে হাঁটানো হল, ন্যক্কারজনক ঘটনা বাংলায়
জানা গিয়েছে, দুর্গাপুরের বেঙ্গল অম্বজা এলাকার বাসিন্দা নীলাদ্রি মুখোপাধ্যায়। তিনি রাজ্য সরকারের ডব্লিউবিসিএস অফিসার পদে কর্মরত। রাজ্য সরকারের খাদ্য দপ্তরে চাকরি করেন। বর্তমানে তিনি মুর্শিদাবাদ জেলায় কর্মরত। নীলাদ্রির বাবা আগেই মারা গিয়েছেন। তিনিও একজন পুলিশ আধিকারিক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন দুর্গাপুরে। এক বছর আগে নীলাদ্রির বিয়ে হয়েছিল সুতপার সঙ্গে। সেই সময় তিনি কর্মসূত্রে মালদায় ছিলেন। বিয়ের পর মাঝেমধ্যেই স্বামীর সঙ্গে থাকতেন এবং অন্যান্য সময়ে শ্বশুরবাড়ি ও বাপের বাড়িতে থাকছিলেন তিনি। (আরও পড়ুন: সুপ্রিম কোর্টে কি বকেয়া ডিএ মামলার শুনানি ফের পিছিয়ে যাবে? সামনে এল বড় আপডেট)
আরও পড়ুন: সিএ ফাইনালে টপার তালিকায় তৃতীয় স্থানে কলকাতার কিঞ্জল, এবারে পাশ করলেন কতজন?
আরও পড়ুন: 'বাবার বেলায়…', মনমোহনের প্রয়াণের পর কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক প্রণব কন্যা
গত মঙ্গলবার স্বামী এবং শাশুড়ি গীতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছিলেন সুতপা। অভিযোগ, সোমবার রাতে তার শাশুড়ি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। পরে তিনি স্বামীকে ফোন করেছিলেন। ফিরে আসার পর তার স্বামী নীলাদ্রিও তাকে ঘরে ঢুকতে দেননি। এরপর তিনি থানায় অভিযোগ দায়ের করেন। (আরও পড়ুন: কলকাতা থেকে চালু নয়া আন্তর্জাতিক রুটের উড়ান, জানুন টাইমিং ও ভাড়ার বিশদ)
আরও পড়ুন: 'সরকার ডিএ দেবে না…', সামনে বিস্ফোরক দাবি, ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টে বলা…
পরে সুতপার বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছেন নীলাদ্রি। তাঁর অভিযোগ, তার স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। প্রথমে তিনি বিষয়টি জানতেন না। কিন্তু, অন্য যুবকের সঙ্গে স্ত্রীর সেই সম্পর্কের কথা নীলাদ্রি জানতে পারেন। তারপরেই রীতিমতো মানসিক অত্যাচার শুরু করেন তাঁর স্ত্রী। এমনকী সুতপা তাঁর কাছে এক কোটি টাকাও দাবি করেন। শুধু তাই নয়, টাকা না দিলে বধূ নির্যাতনের মামলা করা হবে বলে সুতপা তাদের ভয় দেখাতে শুরু করেন। গীতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। পরে জানতে পারেন যে তাঁর বৌমা দলবল নিয়ে বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে সবকিছু লুটপাট করেছে। পরে তালা দিয়ে চলে যায়। শেষ পর্যন্ত চরম সমস্যার মুখে পড়ে দুর্গাপুর থানার অভিযোগ দায়ের করেন অফিসার। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।