বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বিজেপি নেতৃত্বকে শিক্ষা দিতে আমি আর চন্দনা বিয়ে করেছি, দাবি কৃষ্ণ কুণ্ডুর

বিজেপি নেতৃত্বকে শিক্ষা দিতে আমি আর চন্দনা বিয়ে করেছি, দাবি কৃষ্ণ কুণ্ডুর

ফেসবুক লাইভে কৃষ্ণ কুণ্ডু।

এদিন কৃষ্ণ কুণ্ডুকে বলতে শোনা যায়, ‘আপনাদের হয়তো মনে হতে পারে যে আমরা যেটা করেছি সেটা ভুল। কিন্তু ভুল নয়। আমরা যেটা করেছি সেটার প্রয়োজন আছে। বিজেপির কিছু করার আছে।’

দলীয় নেতৃত্বকে শিক্ষা দিতে বিয়ে করেছেন তিনি ও বিধায়ক চন্দনা বাউড়ি। ফেসবুক লাইভে এসে এমনই আজব যুক্তি দিলেন তাঁর গাড়ির চালক কৃষ্ণ কুণ্ডু। রবিবার প্রথম ফেসবুক লাইভে এসে তাঁর দাবি, ‘আমরা কোনও ভুল করিনি।’

এদিনের ফেসবুক লাইভে কৃষ্ণ কুণ্ডুর মূল নিশানা ছিলেন বাঁকুড়ার সাংসদ চিকিৎসক সুভাষ সরকার। তিনি দাবি করেন, বিধানসভা নির্বাচনে শালতোড়া কেন্দ্রে জয়ের পর থেকে তাঁকে গুরুত্ব দিচ্ছে না দল। এমনকী বিজেপি কর্মীদের খেয়াল রাখছেন না সাংসদ সুভাষ সরকার। এই অভিযোগ করে ডাক্তারবাবুকে খানিক গালমন্দও করেন তিনি।

এদিন কৃষ্ণ কুণ্ডুকে বলতে শোনা যায়, ‘আপনাদের হয়তো মনে হতে পারে যে আমরা যেটা করেছি সেটা ভুল। কিন্তু ভুল নয়। আমরা যেটা করেছি সেটার প্রয়োজন আছে। বিজেপির কিছু করার আছে।’

যদিও ঘটনার পর দিন থেকেই বিয়ের কথা অস্বীকার করেছেন চন্দনা বাউড়ি। তাঁর দাবি, স্বামীর সঙ্গে কোনও বিবাদ নেই তাঁর। অহেতুক অপপ্রচার করছে তৃণমূল।

 

বন্ধ করুন