বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > তিস্তায় জারি হলুদ সতর্কতা, ব্যারাজ থেকে জল ছাড়া হল, টানা বৃষ্টি উত্তরবঙ্গে

তিস্তায় জারি হলুদ সতর্কতা, ব্যারাজ থেকে জল ছাড়া হল, টানা বৃষ্টি উত্তরবঙ্গে

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ( প্রতীকী ছবি - পিটিআই) (HT_PRINT)

আবহাওয়া দফতর সূত্রে খবর, বিভিন্ন জেলার সঙ্গে সমণ্বয় রেখে কাজ করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় জলপাইগুড়িতে ৪১.২০ মিমি বৃষ্টিপাত হয়েছে। তিস্তা ব্যারাজ থেকে ১৮৯,৫৯ কিউমেক জল ছাড়া হয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তরের আকাশে কালো মেঘের ঘনঘটা। সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। রবিবার থেকেই উত্তরের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। আর তার মধ্যেই এবার তিস্তা ব্যারাজ থেকে ছাড়া হল অতিরিক্ত জল। মূলত তিস্তার অংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সিকিম ও ভুটান পাহাড়ে অতিরিক্ত বৃষ্টির জেরে উত্তরের একাধিক নদীতে জলবৃদ্ধি হতে পারে। 

দশমীর রাতে জলপাইগুড়ির মাল নদীতে হড়পা বানের স্মৃতি এখনও দগদগে রয়েছে। তার মধ্যেই শুরু হয়েছে তুমুল বৃষ্টি। পুজোর পরে বাসিন্দাদের দুশ্চিন্তা আরও বাড়ছে। মূলত ব্যারাজে অতিরিক্ত জলের চাপ কমাতেই জল ছাড়া হচ্ছে। দোমোহনি থেকে বাংলাদেশের অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে এর পরে জল আরও অতিরিক্ত বৃদ্ধি পেলে, বিপদসীমাও ছুঁতে পারে জলসীমা। তবে এব্য়াপারে এখনও নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে তাতে জল ক্রমশ বৃদ্ধির সম্ভাবনাটা থেকেই গিয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বিভিন্ন জেলার সঙ্গে সমণ্বয় রেখে কাজ করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় জলপাইগুড়িতে ৪১.২০ মিমি বৃষ্টিপাত হয়েছে। তিস্তা ব্যারাজ থেকে ১৮৯,৫৯ কিউমেক জল ছাড়া হয়েছে। 

বন্ধ করুন