এতদিন হাপিত্যেশ করে বসে থাকতে হচ্ছিল। অবশেষে পশ্চিমবঙ্গে কমতে শুরু করেছে তাপমাত্রা। সোমবার একধাক্কায় পড়ল কলকাতার পারদ। তার ফলে আপাতত চলতি মরশুমের শীতলতম দিনের তকমা পেয়েছে সোমবার। শুধু তাই নয়, আগামী ৪৮ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-সহ দক্ষিণবঙ্গে আরও কমবে রাতের তাপমাত্রা।
সোমবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা রবিবারের থেকে প্রায় তিন ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। যা স্বাভাবিকের দুই ডিগ্রি কম। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও কমেছে তাপমাত্রার পারদ। কোথাও কোথাও পারদ ১২ ডিগ্রিতে নেমে গিয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালেই বেশ ভালোমতো অনুভূত হচ্ছে শীত। যা আগামী ৪৮ ঘণ্টায় আরও মালুম হবে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্জার বাধা কেটে যাওয়ায় রাজ্যের পরিমণ্ডলে যে উত্তুরে হাওয়া ঢুকছে, তা অব্যাহত থাকবে। তার ফলে আগামী ৪৮ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমবে। তারপর অবশ্য পারদের পতন কিছুটা থমকে যেতে পারে। তবে শীতের আমেজ বজায় থাকবে।
উত্তরবঙ্গেও ভালোমতো মালুম হবে ঠান্ডার আমেজ। তবে আগামী চার থেকে পাঁচদিন দার্জিলিং, কোচবিহার, কালিম্পং-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন হেরফের হবে না। ঠান্ডার অনুভূতি অবশ্য থাকবে। জলীয় বাষ্পের জেরে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার দাপট থাকতে পারে।