নিম্নচাপের বৃষ্টির জেরে তাপমাত্রার তারতম্য ঘটেছে। বড়দিনের প্রাক্কালে ঠাণ্ডার কামড় কম থাকবে বলেই আবহাওয়া দফতর সূত্রে আভাস মিলেছে। তবে চলতি বছরের শেষটা পর্যটকদের জন্য ভাল খবর বয়ে এসেছে। কারণ দার্জিলিং, সিকিমে তুষারপাত হতে শুরু করেছে। পূর্ব সিকিমে আবার হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাত শুরু হয়েছে। পথঘাট তুষারকুচিতে ঢেকে গিয়েছে। আর পশম শরীর, গাছগাছালি সবেতেই বরফ দেখতে পাচ্ছেন পর্যটকরা। আর তাতেই নেমেছে পর্যটকের ঢল। এবার বড়দিনের প্রাক্কালে তুষারপাতের সম্ভাবনা আছে। তবে তর সইছে না পর্যটকদের। তাই আগে থেকেই যেন তাড়িয়ে উপভোগের প্রতিযোগিতা শুরু হয়েছে।
এদিকে আগামী বুধবার বড়দিন। তার প্রাক্কালে সিকিমে শুরু হয়ে গিয়েছে তুষারপাত। তবে তা বড়দিন পর্যন্ত স্থায়ী হবে কিনা তা নিয়ে সংশয় আছে। সম্ভাবনা থাকলেও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তাই এখন থেকেই সিকিমের ঠাণ্ডায় সাদা পাহাড় উপভোগ করার সুযোগ পেয়েছেন একাধিক পর্যটক। আজ শনিবার আবার শৈলশহর দার্জিলিংয়ের উঁচু এলাকায় তুষারপাত দেখা গিয়েছে। মৌসম ভবন সূত্রে খবর, সিকিম –সহ উত্তরবঙ্গের উঁচু এলাকায় হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাত হতে শুরু করেছে। তবে মাঝে সেটা কমে যাবে। বড়দিনে বরফ সাদা পাহাড়ের নৈসর্গিক দৃশ্য উপভোগ থেকে বঞ্চিত হতে পারেন পর্যটকরা। তবে ডিসেম্বর মাসের শেষে আবার তুষারপাত শুরু হবে। যা উপভোগ করতে পারবেন।
আরও পড়ুন: কালীঘাটের কাকুকে নিজেদের হেফাজতে চাইল না সিবিআই, অনুমতি মিলল কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের
অন্যদিকে ২৭ তারিখের পর থেকে আবার বৃষ্টির সঙ্গে ভারী তুষারপাত হতে পারে সিকিম–দার্জিলিংয়ে। পশ্চিম হিমালয়ের কাছে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝার পূর্বাভাস মিলেছে। তাই এই পরিস্থিতির সৃষ্টি হবে। সুতরাং বলাই যায়, ডিসেম্বর মাসের শেষে যাঁরা পাহাড়ে ঘুরতে যাবেন তাঁরা অত্যন্ত নৈসর্গিক পরিবেশ উপভোগ করতে পারবেন। দার্জিলিং–সহ সিকিমের লাচুং, লাচেন, গুরুদোংমার, ছাঙ্গু লেক ইতিমধ্যেই বরফে ঢেকেছে। উত্তর সিকিমের মঙ্গন জেলা এবং গ্যাংটক, গ্যালশিং জেলার দু’এক জায়গায় হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা আছে।
এছাড়া শুক্রবার থেকে পাহাড়ের আকাশ মুখ ভার ছিল। বেলা বাড়তেই বৃষ্টি শুরু হয় পূর্ব সিকিমের উঁচু এলাকায়। এখন তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গিয়েছে। ছাঙ্গু–সহ নাথুলা সীমান্তে শুরু হয়েছে তুষারপাত। এই বিষয়ে কেন্দ্রীয় আবহাওয়া দফতরের সিকিম কেন্দ্রের অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, ‘পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সিকিমের আকাশ মেঘলা হতে শুরু করেছে। উঁচু এলাকায় হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাত চলছে। শনিবার উত্তর–পূর্ব সিকিম এবং সংলগ্ন দার্জিলিং পাহাড়ে হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা আছে।’