বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় চিকিৎসা পৌঁছে দিয়ে পদ্মশ্রী পেলেন ডাক্তার অরুণোদয়
প্রত্যন্ত এলাকার মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য পদ্মশ্রী পেলেন পশ্চিমবঙ্গের চিকিৎসক অরুণোদয় মণ্ডল। শনিবার প্রকাশি হয়েছে এবছরের পদ্মশ্রী সম্মান প্রাপকদের তালিকা। তাতে জ্বলজ্বল করছে অরুণোদয়বাবুর নাম।
উত্তর ২৪ পরগনার বিরাটিতে বাড়ি অরুণোদয়বাবুর। সেখান থেকে প্রতি শনিবার পৌঁছন সুন্দরবনের প্রত্যন্ত সাহেবখালিতে। হাসনাবাদ স্টেশনে নেমে জলপথে পৌঁছন সাহেবখালি। সেখানে তিনি গড়ে তুলেছেন সুজন নামে একটি প্রতিষ্ঠান। রাতে সেখানে থাকেন তিনি। রবিবার সকাল থেকে শুরু হয় রোগী দেখা। দিনভর রোগী দেখে রাতে ফেরেন বাড়ি।
দীর্ঘ ৬ বছর ধরে এটাই অরুণোদয়বাবুর সপ্তাহ শেষের রুটিন। প্রান্তিক মানুষগুলির কাছ থেকে পয়সা নেওয়া তো দূর অস্ত। উলটো প্রেসক্রিপশনে লেখা ওষুধের অনেকটাই দিয়ে দেন তিনি।
এহেন অরুণোদয়বাবুকে পদ্মশ্রীতে সম্মানিত করতে চলেছে ভারত সরকার।
বাংলার মুখ খবর