শুক্রবার রাজ্যজুড়ে সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দফতরের একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রস্তাবিত রাজ্য সরকারের প্রকল্পগুলির মধ্যে রয়েছে দক্ষিণ দিনাজপুরে একটি, পূর্ব বর্ধমানে ৩টি, হাওড়ায় ৩টি, দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে একটি করে সদ্ভাব মণ্ডপ।
পুরুষদের ৩টি ও মহিলাদের জন্য ৪টি ছাত্রাবাস গড়া হবে উত্তর দিনাজপুর (১), কোচবিহার (১), নদিয়া (২), মালদহ (১), হাওড়া (১) ও বীরভূমে (১)।
মোট ৮টি কর্মতীর্থ প্রকল্প গড়া হবে মালদহ (১), উত্তর দিনাজপুর (৪), কোচবিহার (১) ও বীরভূমে (২)।
এ ছাড়া তৈরি হবে ৩৫৮টি নব সংযোজিত শ্রেণিকক্ষ। এর মধ্যে রয়েছে বীরভূমের ৫৭টি, কোচবিহারে ২৬টি, দক্ষিণ দিনাজপুরে একটি, হাওড়ায় ১২টি, জলপাইগুড়িতে ৫টি, পূর্ব বর্ধমানে ১২৯টি, পূর্ব মেদিনীপুরে ৪২টি, দক্ষিণ ২৪ পরগনায় ২৬টি, উত্তর দিনাজপুরে ৩টি এবং পশ্চিম মেদিনীপুরে ৫টি শ্রেণিকক্ষ।
রাজ্যে মোট ১৬৯টি অঙ্গনওয়ারি কেন্দ্র গড়া হবে বীরভূমে ৩৮টি, দক্ষিণ দিনাজপুরে ৮টি, হাওড়ায় ২৯টি, জলপাইগুড়িতে ৭টি, পূর্ব বর্ধমানে ৫৬টি, পূর্ব মেদিনীপুরে ২১টি ও দক্ষিণ ২৪ পরগনায় ১০টি।
রাজ্যে পানীয় জলের ব্যবস্থা করার লক্ষ্যে সরকারি প্রকল্প গড়ে তোলা হবে ৪৬টি। এর মধ্যে রয়েছে পূর্ব বর্ধমানে ১২টি এ পশ্চিম মেদিনীপুরে ৩৪টি প্রকল্প।
সংযোগকারী ছোট রাস্তা মোট ৭টি তৈরি হবে এই পর্বে। এর মধ্যে রয়েছে পূর্ব বর্ধমানে ৪টি এবং পশ্চিম মেদিনীপুরে ৩টি প্রকল্প।
এ দিন রাজ্য সরকারের বিভিন্ন সরকারি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে রয়েছে ২টি সদ্ভাপ মণ্ডপ, ৯টি মহিলা ছাত্রাবাস, একটি পুরুষ ছাত্রাবাস, ২টি অঙ্গলওয়ারি কেন্দ্র এবং একটি পাঠাগার।