করোনার প্রকোপ কমার কোনও লক্ষণই নেই পশ্চিমবঙ্গে। সংক্রমণ আর মৃত্যুর হার দিনের পর দিন বেড়ে চলেছে। আর কমে চলেছে সুস্থতার সংখ্যা। বৃহস্পতিবার রাজ্যে আরও ৪১৫৭ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। এ পর্যন্ত রাজ্যে করোনায় আক্রন্ত হয়েছেন মোট ৩ লক্ষ ৩৭ হাজার ২৮৩ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬০৮ জন। ফের কমেছে সুস্থতার হার। বৃহস্পতিবার তা দাঁড়িয়েছে ৮৭.৪৪ শতাংশে।
এদিকে, বৃহস্পতিবার রাজ্যে ৬৪ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। তার মধ্যে ১৮ জনই উত্তর ২৪ পরগনার। কলকাতা ও হাওড়ায় যথাক্রমে করোনায় আক্রান্ত ১৬ ও ৬ জনের মৃত্যু হয়েছে এদিন। এ পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যুর সংখ্যা ৬৩০৮–এ দাঁড়িয়েছে। বৃহস্পতিবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, এই মুহূর্তে মোট ৩৬ হাজার ৬৪টি অ্যাকটিভ কোভিড কেস রয়েছে পশ্চিমবঙ্গে।
উল্লেখযোগ্যভাবে, কলকাতায় এদিন নতুন করোনায় আক্রান্ত এবং সুস্থ মানুষের সংখ্যা একই। তা হল ৮৭৪। আর উত্তর ২৪ পরগনায় এদিন মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৬৪ জন আর ৮৭০ জন সুস্থ হয়েছেন। হাওড়ায় এদিন সংক্রমণকে ছাপিয়ে গিয়েছে সুস্থতার সংখ্যায়। ওই জেলায় এদিন সংক্রমিত হয়েছেন ২৭৮ জন আর সুস্থ হয়েছেন ৩৯৮ জন। ওদিকে, এদিন মোট ৪৪ হাজার ২৫২টি নমুনা করোনার জন্য পরীক্ষা করানো হয়েছে। তার মধ্যে ৮.১০ শতাংশ পজিটিভ এসেছে।