বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ৩৪ হাজারের বেশি টেস্ট, বুধবার আক্রান্ত মাত্র ৮৬৮, বাংলায় মৃত্যুর হারও নিম্নমুখী

৩৪ হাজারের বেশি টেস্ট, বুধবার আক্রান্ত মাত্র ৮৬৮, বাংলায় মৃত্যুর হারও নিম্নমুখী

প্রতীকী ছবি

রাজ্যে এদিন আরও ৪২৫টি অ্যাকটিভ কোভিড কেসের সংখ্যা কমেছে। বর্তমানে রাজ্যে অ্যাকটিভ কেস রয়েছে ৮৮৬৮টি। আর এদিন রাজ্যে পরীক্ষা করা ৩৪ হাজার ১১৬টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ৭.‌৬৩ শতাংশ নমুনা।

‌৩৪ হাজার ১১৬টি নমুনা করোনার জন্য পরীক্ষা করা হয় বুধবার। সেই তুলনায় দৈনিক সংক্রমণের সংখ্যা এদিন অনেকটাই কম। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করোনা আক্রান্ত ৮৬৮ জনের সন্ধান মিলেছে। আর এদিন সুস্থ হয়ে উঠেছে ১২৭১ জন করোনা রোগী। এ পর্যন্ত রাজ্যে মারণ ভাইরাসে আক্রান্ত হলেন ৫ লক্ষ ৫৭ হাজার ২৫২ জন আর করোনাকে জয় করেছেন ৫ লক্ষ ৩৮ হাজার ৫২১ জন। বুধবার রাজ্যে সুস্থতার হার ছিল ৯৬.‌৬৪ শতাংশ।

এদিকে, রাজ্যে করোনায় মৃত্যুর হারও নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ২২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। তার মধ্যে ৬ জন বাসিন্দা কলকাতার আর ৬ জন উত্তর ২৪ পরগনার। এ পর্যন্ত রাজ্যে করোনার বলি হলেন ৯৮৬৩ জন। পাশাপাশি রাজ্যে এদিন আরও ৪২৫টি অ্যাকটিভ কোভিড কেসের সংখ্যা কমেছে। বর্তমানে রাজ্যে অ্যাকটিভ কেস রয়েছে ৮৮৬৮টি। আর এদিন রাজ্যে পরীক্ষা করা ৩৪ হাজার ১১৬টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ৭.‌৬৩ শতাংশ নমুনা।

জেলাগুলির মধ্যে সংক্রমণ ও সুস্থতার নিরিখে এখনও শীর্ষে রয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলা। এদিন কলকাতায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২৬৫ জন আর সুস্থ হয়ে উঠেছেন ৩৪৬ জন। এবং উত্তর ২৪ পরগনায় এদিন করোনা আক্রান্ত হয়েছেন ২৪৩ জন এবং মারণ ভাইরাসকে জয় করেছেন ২৮০ জন বাসিন্দা।

বন্ধ করুন