পশ্চিমবঙ্গে বুধবার করোনা কেড়েছে মাত্র ৬ জনের প্রাণ। যা সাম্প্রতিককালে সর্বনিম্ন। এই ৬ জনের মধ্যে ২ জন কলকাতার বাসিন্দা। বাদবাকি ৪ জন উত্তর ২৪ পরগনা, হুগলি, নদিয়া ও জলপাইগুড়ির বাসিন্দা। এ পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যু হল ১০ হাজার ৮০ জনের। স্বাস্থ্য দফতরের দাবি, এর মধ্যে ৮৪৫৭ (৮৩.৯ শতাংশ) জনের মৃত্যু হয়েছে কোমর্বিডিটির জেরে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজ্যের ৪০৯ জন বাসিন্দা। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০৯ জন। এ পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হলেন ৫ লক্ষ ৬৬ হাজার ৪৮২ জন। আর করোনাকে জয় করেছেন ৫ লক্ষ ৪৯ হাজার ৭২৭ জন। বুধবার রাজ্যে সুস্থতার হার ছিল ৯৭.০৪ শতাংশ।
১০৬টি অ্যাকটিভ কোভিড কেস কমেছে এদিন। রাজ্যে এই মুহূর্তে অ্যাকটিভ কেস রয়েছে ৬৬৭৫টি। দৈনিক সংক্রমণের নিরিখে এদিন শীর্ষে উত্তর ২৪ পরগনা। এদিন ওই জেলায় ১০৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা সংক্রমিত হয়েছেন ৮৯ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনার ১৪৪ জন ও কলকাতার ১১৮ জন করোনাকে জয় করেছেন। এদিন ২৭ হাজার ১০৪টি নমুনা করোনার জন্য পরীক্ষা করা হয় যার মধ্যে পজিটিভ এসেছে ৭.৩৩ শতাংশ নমুনা।