বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > সোমবার পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত মাত্র ২৫২ জন, সুস্থতার হার বেড়ে ৯৭.‌১৪ শতাংশ

সোমবার পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত মাত্র ২৫২ জন, সুস্থতার হার বেড়ে ৯৭.‌১৪ শতাংশ

নেতাজির ছবি দেওয়া মাস্ক। ছবি সৌজন্য : পিটিআই (PTI)

রাজ্যে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ৬৮ হাজার ৩৫৫ জন আর করোনাকে জয় করেছেন ৫ লক্ষ ৫২ হাজার ৮২ জন রাজ্যবাসী।

‌নতুন করে আশা জাগাচ্ছে পশ্চিমবঙ্গের করোনা গ্রাফ। সোমবার রাজ্যে সংক্রমিত হয়েছেন মাত্র ২৫২ জন। আর এদিন সুস্থ হয়ে উঠেছেন ৪১৭ জন রাজ্যবাসী। একইসঙ্গে এদিন অনেকটাই বেড়েছে রাজ্যের সুস্থতার হার। সোমবার পশ্চিমবঙ্গে সুস্থতার হার ছিল ৯৭.‌১৪ শতাংশ। যদিও গত ২৪ ঘণ্টায় কিছুটা কমেছে দৈনিক করোনা পরীক্ষার সংখ্যা। এদিন মোট ১৮ হাজার ২৪৩টি নমুনা করোনার জন্য পরীক্ষা করানো হয়। যার মধ্যে পজিটিভ এসেছে ৭.‌২৪ শতাংশ নমুনা

এদিকে, গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাস কেড়েছে সাতজন বঙ্গবাসীর প্রাণ। তাঁদের মধ্যে ৩ জন কলকাতা ও ২ জন নদিয়ার বাসিন্দা। এ পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যু হল ১০ হাজার ১২২ জনের। যদিও রাজ্য স্বাস্থ্য দফতরের দাবি, এর মধ্যে ৮৪৯৬ (‌৮৩.‌৯ শতাংশ)‌ জনের মৃত্যু হয়েছে কোমর্বিডিটির জেরে। উল্লেখ্য, রাজ্যে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ৬৮ হাজার ৩৫৫ জন আর করোনাকে জয় করেছেন ৫ লক্ষ ৫২ হাজার ৮২ জন রাজ্যবাসী।

সোমবার রাজ্যে ১৭২টি কোভিড অ্যাকটিভ কেসের সংখ্যা কমে তা দাঁড়িয়েছে ৬১৫১–তে। এদিন কলকাতায় সংক্রমিত হয়েছেন ৫৭ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ৮২ জন করোনা রোগী। উত্তর ২৪ পরগনায় এদিন মারণ ভাইরাসের কবলে পড়েছেন ৭৪ জন এবং এখানকার ১১৬ জন করোনাকে জয়ে করেছেন এদিন।

বন্ধ করুন